সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পালটা মার ইউক্রেনের (Ukraine)। কিয়েভের আকাশে চক্কর কাটা রাশিয়ার ৫টি বিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে নামাল ইউক্রেন সেনা। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে মিলেছে এমনই খবর।
রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হচ্ছে ইউক্রেন (Russia-Ukraine War)। বিস্ফোরণে কেঁপে উঠছে কিয়েভ, খারকভ-সহ একাধিক শহর। রাশিয়ার দাবি, ইউক্রেনের বিমানঘাঁটি, বায়ু সেনার সমস্ত সম্পত্তি ধ্বংস করা হয়েছে। অথচ মস্কোর একাধিক যুদ্ধবিমান, কপ্টার গুলি করে নামানোর দাবি করেছে ইউক্রেনও। সে দেশের আর্মি জেনারেল স্টাফ বিবৃতি দিয়ে জানিয়েছে, “যৌথ অভিযানে রাশিয়ার যুদ্ধবিমান ও কপ্টার ধ্বংস করা হয়েছে।”
[আরও পড়ুন: বাজল যুদ্ধের দামামা, ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের]
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি সূত্রে খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Purin) সেনা অভিযানের ঘোষণা করার কিছুক্ষণের মধ্যে পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক প্রদেশের বন্দর শহর মারিউপোল থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কারকিভ ও কিয়েভ থেকেও বিস্ফোরণের খবর মিলেছে।