সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিনে স্পষ্ট হয়ে গিয়েছে যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) আসলে অসম লড়াই। ছ’দিনের যুদ্ধে প্রবল পরাক্রমশালী রুশ বাহিনীর বিরুদ্ধে সেভাবে কোনও প্রতিরোধই গড়তে পারেনি ইউক্রেন। তাই বলে দেশপ্রেম তো আর মিথ্যে হতে পারে না। বারবার সেই উদাহরণ রাখছেন ইউক্রেনের সৈনিক থেকে শুরু করে অসামরিক সাধারণ মানুষ। ফের তেমন একটি ঘটনা প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যেখানে দেখা গেল, এক ইউক্রেনীয় যুবক রাস্তা থেকে নিজহাতে একটি ল্যান্ডমাইন তুলে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন।
ভিডিওটি দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। বাস্তবেই ভয়ংকর বিপজ্জনক কাজ করেছেন ওই যুবক। কারণ যেভাবে তিনি ওই কাজ করেছেন, তাতে করে যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারত ল্যান্ডমাইনটিতে। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, যুবক ল্যান্ডমাইনটি হাতে করে রাস্তার পাশের জঙ্গলের দিকে হেঁটে চলেছেন। ল্যান্ডমাইনটি থেকে যাতে দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে বহুদূরে যান তিনি। আরও ভয়ংকর ঘটনা- ভিডিওতে দেখা গিয়েছে তিনি যখন এই কাজ করছেন, তখন তাঁর মুখে রয়েছে একটি জ্বলন্ত সিগারেট।
[আরও পড়ুন: রুশ ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গেল ইউক্রেনের প্রশাসনিক ভবন, ভিডিও দেখে শিউরে উঠছে দুনিয়া]
ভিডিওটি টুইটারে শেয়ার করেছে ‘নিউ ভয়েস অফ ইউক্রেন’। সঙ্গে লেখা হয়, “বার্দিয়ানস্কের একজন ইউক্রেনীয় রাস্তায় একটি মাইন দেখতে পান। বোম ডিসপোজাল ইউনিটের জন্য অপেক্ষা করেননি যুবক। জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য পথ পরিষ্কার করে দেন তিনি। সরিয়ে দেন মাইনটিকে।”
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একাধিক আবেগ বিহ্বল দেশপ্রেমের ছবি সামনে আসছে। সেখানকার সাধারণ মানুষ খালি হতে রুশ বাহিনীকে রুখতে নেমে পড়ছেন বহু শহরে। বাখম্যাক শহরেও দেখা গিয়েছিল তেমন এক দৃশ্য। চলমান রুশ ট্যাঙ্কের উপর লাফিয়ে উঠে পড়েন এক ব্যক্তি। তাঁকে তোয়াক্কা না করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে রুশ ট্যাঙ্ক।
[আরও পড়ুন: ‘যুদ্ধ না করলে আমার সঙ্গে সঙ্গমের সুযোগ’, রুশ সেনাকে প্রস্তাব মডেলের]
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্য ইতিহাস লিখেছেন ইউক্রেনের এক সৈনিক। রুশ বাহিনীর শহর দখল আটকাতে নিজের শরীরে বোমা বেঁধে শহর সংযোগকারী ব্রিজ উড়িয়ে দেন তিনি। ভাইটালি সাকুন ভলোডমায়রোভিচ নামের ওই শহিদ সৈনিকের দেশপ্রেমকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব।