shono
Advertisement

Breaking News

নারীদিবসে ‘লক্ষ্মী’এল ঘরে, বাবা হারানোর ১৪ দিনের মধ্যে বাবা হলেন উমেশ

তানিয়ার সঙ্গে উমেশের বিয়ে হয় ২০১৩ সালে।
Posted: 07:27 PM Mar 08, 2023Updated: 07:27 PM Mar 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সপ্তাহ আগে বাবাকে হারিয়েছিলেন উমেশ যাদব (Umesh Yadav)। ১৪ দিন পরে সেই উমেশই বাবা হলেন। কন্যসন্তানের জন্ম দিয়েছেন উমেশের স্ত্রী তানিয়া। তাও আবার নারীদিবসে।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছেন উমেশের স্ত্রী তানিয়া। তার পর থেকেই লোকেশ রাহুল, অনুষ্কা শর্মা, সঞ্জনা গণেশন, প্রতিমা সিংরা অভিনন্দন জানাচ্ছেন। লোকেশ রাহুল সদ্য বিয়ে করেছেন আথিয়াকে। সেই রাহুল অভিনন্দন জানিয়েছেন উমেশ ও তাঁর স্ত্রী তানিয়াকে। অনুষ্কা শর্মা (Anushka SharmaCricket) লিখেছেন, ”তানিয়া ও উমেশকে অভিনন্দন।”

 

উমেশ যাদব এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে আহমেদাবাদে রয়েছেন। তানিয়ার সঙ্গে উমেশের বিয়ে হয় ২০১৩ সালে। ২০২১ সালের জানুয়ারি মাসে প্রথম বার বাবা হন উমেশ। ইন্দোর টেস্টে উমেশ বল হাতে প্রভাব বিস্তার করেছিলেন প্রথম ইনিংসে। পাঁচ ওভার হাত ঘুরিয়ে ১২ রান দিয়ে তিন-তিনটি উইকেট নেন। তাঁর বোলিংয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯৭ রানে। কিন্তু তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। সিরিজে ব্যবধান কমিয়ে আনে অজিরা। নবজাতকের আগমন কি উমেশের পারফরম্যান্সে প্রভাব ফেলবে? সময় এর উত্তর দেবে। 

আরও পড়ুন: ‘বাইরের লোক শাস্ত্রী, ওর ছাইভস্ম কথার গুরুত্বই নেই’, প্রাক্তন কোচকে আক্রমণ রোহিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement