shono
Advertisement

রোহিঙ্গাদের কথা শুনলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা

রোহিঙ্গাদের সমস্যা জানতে চান প্রতিনিধিরা। The post রোহিঙ্গাদের কথা শুনলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:02 PM Jan 21, 2019Updated: 09:02 PM Jan 21, 2019

সুকুমার সরকার, ঢাকা: রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল। সোমবার দুপুরে প্রতিনিধি দল নাইক্ষ্যংছড়ির তুমব্রম্ন কোনার পাড়ার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের প্রফেসর ইয়াং হেলি রোহিঙ্গাদের কাছে জানতে চান তাদের কোনও সমস্যা হচ্ছে কি না? এর জবাবে রোহিঙ্গা নেতা দিল মহম্মদ আরিফ বলেন, তুমব্রম্ন বিজিপি ক্যাম্পের নিচে মায়ানমার যে সেতু নির্মাণ করছে তা বাস্তবায়ন হলে বর্ষার মরশুমে বন্যার জলে কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্প ভেসে যেতে পারে। রোহিঙ্গারা আরও বলেন, মায়ানমার তাঁদের মৌলিক অধিকার ফিরিয়ে দিলে তারা ফিরে যাবেন। এ ব্যাপারে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল রোহিঙ্গাদের আশ্বস্ত করেন। এরপর রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে আইওএম হাসপাতাল পরিদর্শন করেন তাঁরা। ক্যাম্প পরিদর্শনের সময় বিভিন্ন এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

[ভারত থেকে সংগৃহীত অর্থ-অস্ত্রে গুলশন হামলা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য]

এদিকে, রোহিঙ্গা সমস্যা মেটাতে বৈঠকে যোগ দিতে মায়ানমারে গিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি দলের সদস্য। সোমবার টেকনাফ চৌধুরি পাড়ার নাফনদী সংলগ্ন বাংলাদেশ-মায়ানমার ট্রানজিট ঘাট দিয়ে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে স্পিড বোটযোগে প্রতিনিধি দলটি মায়ানমার যায়। মায়ানমারের মংডু শহরে (টাউনশিপ এক্সিট পয়েন্ট) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যাওয়ার আগে জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান বলেন, এ বৈঠকে দু’দেশের সীমান্ত সুরক্ষা, মায়ানমার সীমান্তের মাইন অপসারণে, শান্তি সম্প্রীতির বন্ধন দৃঢ়, মাদক প্রতিরোধে জোরদার ব্যবস্থাগ্রহণ, নদীতে যৌথ পেট্রোলিং বৃদ্ধি ও চোরাচালান প্রতিরোধসহ দুদেশের পারস্পরিক সমন্বিত সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হবে।

[‘মূল স্রোতে ফিরতে চাইলে সুযোগ দিতে হবে মাদকাসক্তদের’, নির্দেশ হাসিনার]

The post রোহিঙ্গাদের কথা শুনলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার