shono
Advertisement

Breaking News

ভোটকেন্দ্রে হিরো আলমকে মারধরের ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ, দিল কড়া বার্তা

উপনির্বাচনে হেনস্তার শিকার হন বাংলাদেশের তারকা।
Posted: 11:18 AM Jul 19, 2023Updated: 02:24 PM Jul 19, 2023

সুকুমার সরকার, ঢাকা: জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র সাংসদ প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে (Hero Alom) মারধর করার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতেই উদ্বিগ্ধ রাষ্ট্রসংঘ। বাংলাদেশের রাষ্ট্রসংঘের শাখার পক্ষ থেকে চিন্তা জাহির করে শেয়ার করা হয়েছে টুইট।

Advertisement

হিরো আলমকে মারধরের খবর শেয়ার করে রাষ্ট্রসংঘের বাংলাদেশ শাখার কর্তা গোয়েন লিউইস লেখেন, “জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র সাংসদ প্রার্থী আশরাফুল আলমের উপর আক্রমণের ঘটনায় রাষ্ট্রসংঘ অত্যন্ত চিন্তিত। যাঁরা নির্বাচনের অংশগ্রহণ করতে চান হিংসার হাত থেকে তাঁদের এই অধিকার অবশ্যই রক্ষা করা উচিত।”

[আরও পড়ুন: ব্যাগের ভিতরে রাখা গাঁজা, মারিজুয়ানা! বেড়াতে গিয়ে গ্রেপ্তার সুপার মডেল জিজি হাদিদ]

নির্বাচনী প্রচারেই হেনস্তার শিকার হলেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। সংবাদ মাধ্যমকে হিরো আলম জানিয়েছেন, মহাখালীর সাততলা বস্তিতে যাওয়ার সময় ২০ থেকে ২৫ নারীর একটি দল তাকে বাধা দেয়। বাধা এড়িয়ে বস্তিতে ঢোকার চেষ্টা করলে কয়েকজন কিশোর-কিশোরী তাঁর ওপর হামলা চালায়। হিরো আলমের দাবি হামলাকারীরা আওয়ামি লীগের কর্মী।

গান, অভিনয়, সিনেমা পরিচালনার পাশাপাশি জনসেবাই তাঁর ধর্ম। আর তাই তো এ ব্যাপারে একবারেই হাল ছাড়বেন না বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। ২০১৮ সালে মার খাওয়ার পর বাংলাদেশের কাহালু নন্দীগ্রাম অঞ্চলে উপনির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। প্রসঙ্গত, এই একই আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

[আরও পড়ুন: সুশান্ত কাণ্ডে নয়া মোড়, বড় সিদ্ধান্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর, স্বস্তি পেলেন রিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement