shono
Advertisement
Kolkata

কলকাতায় ফের দুর্ঘটনা, রেষারেষির জেরে পার্কস্ট্রিটে ডিভাইডার ভেঙে উঠল বাস, জখম ৫

কী কারণে এই দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 11:56 AM Apr 14, 2025Updated: 12:29 PM Apr 14, 2025

নিরুফা খাতুন: দুটি বাসের রেষারেষি! আর তার জেরে ব্যস্ত অফিসটাইমে ফের কলকাতায় ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসমেত সরকারি বাস উঠে গেল রাস্তার মাঝে থাকা ডিভাইডারে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার পার্কস্ট্রিট-ময়দান এলাকায়। দুর্ঘটনায় পাঁচজন যাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সরকারি বাসটি হাওড়া থেকে আসছিল বলে খবর। কী কারণে এই দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, এদিন সকালে বাসটি হাওড়া থেকে কলকাতা আসছিল। সোমবার সপ্তাহের কাজের প্রথম দিন হওয়ায় বাসে যাত্রীরাও ছিলেন। পার্ক স্ট্রিট ময়দান থানা এলাকার প্রণবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগস্থলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই সরকারি বাসটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। রেলিং ভেঙে সেটি ডিভাইডারের উপর উঠে যায়। বাসের সামনের দিকটি ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক যন্ত্রাংশ খুলে বেরিয়েও আসে বাইরে।

বাসটি কি যথেষ্ট গতিতে চলছিল? বাসটির রক্ষণাবেক্ষণ কতটা হত? সেই প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার সময় বাসে ১৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে পাচজন জখম হয়েছেন। একজন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় এই দুর্ঘটনায় সাময়িক যানজট দেখা দেয়। পরে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেন দিয়ে সরানো হয়। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। যাত্রীরা বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছেন। এমনই মনে করছেন ঘটনাস্থলে উপস্থিত লোকজন।

ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনা। নিজস্ব চিত্র

অন্যদিকে, কলকাতার অদূরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার রোডের উপর বিষ্ণুপুর থানার ধানকল মোড়ে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রায়চক থেকে ধর্মতলা যাচ্ছিল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাকচালকের। চালকের নাম অনিল মাহাতো (৩৪), বিহারের বাসিন্দা। আহত বাসের ১০ জন যাত্রী। দুর্ঘটনার জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুটি বাসের রেষারেষি! আর তার জেরে ব্যস্ত অফিসটাইমে ফের কলকাতায় ভয়াবহ বাস দুর্ঘটনা।
  • নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসমেত সরকারি বাস উঠে গেল রাস্তার মাঝে থাকা ডিভাইডারে।
  • সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার পার্কস্ট্রিট-ময়দান এলাকায়।
Advertisement