সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলশনের রেস্তোরাঁয় জঙ্গি হানায় নিহত ভারতীয় তরুণী তারিষি জৈনর মৃতদেহ সোমবার নয়াদিল্লিতে নিয়ে আসা হবে৷ টুইটারে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, কিছু আইনি জটিলতা সমাধানের অপেক্ষা মাত্র৷ তারিষিকে নির্দয়ভাবে খুন করা হয়েছে, তাঁর মৃত্যু অস্বাভাবিক বলেও রবিবার জানিয়েছেন বিদেশমন্ত্রী৷
তারিষির বাবার সম্মতিতেই তাঁর মৃতদেহ এ দেশে আনা হচ্ছে বলে জানা গিয়েছে৷ জেট এয়ারওয়েজের বিমানে চাপিয়ে মরদেহ রাজধানীতে নিয়ে আসা হবে৷ উত্তরপ্রদেশের ফিরোজাবাদে তারিষির শেষকৃত্য সম্পন্ন হবে৷ ১৯ বছরের তারিষি আমেরিকান স্কুল, ঢাকা থেকে পাস করে বর্তমানে বার্কলে বিশ্ববিদ্যালয়ে পাঠরতা ছিলেন। বাবার কাছে ঢাকায় ছুটি কাটাতে গিয়ে জঙ্গিদের হত্যালীলার শিকার হন তিনি। তারিষির বাবা সঞ্জীব জৈন দিল্লির বাসিন্দা। গত ১৫-২০ বছর ধরে বাংলাদেশে পোশাকের ব্যবসা করতেন এবং ঢাকাতেই থাকতেন৷ তাঁর ও তাঁর পরিবারের জন্য অবিলম্বে ভিসার বন্দোবস্ত করা হচ্ছে বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর৷
The post ভারতে ফিরছে ঢাকা জঙ্গি হানায় নিহত তারিষির দেহ appeared first on Sangbad Pratidin.
