shono
Advertisement
Madhumita Sarcar

শীতের শহরে রোম্যান্সে মজে মধুমিতা-দেবমাল্য, 'প্রি-ওয়েডিং'য়ের এর ঝলক দেখালেন?

আদরে মাখা ছবি পোস্ট করলেন হবুদম্পতি।
Published By: Arani BhattacharyaPosted: 06:58 PM Dec 24, 2025Updated: 07:38 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের সানাই বাজার খবর শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা। যদিও এখনও দিনক্ষণ সঠিকভাবে জানাননি অভিনেত্রী এবং দেবমাল্য। তবে তার আগে একসঙ্গে ধরা দিলেন তাঁরা দু'জন। আদরে মাখা ছবি পোস্ট করলেন হবুদম্পতি।

Advertisement

রঙমিলান্তি পোশাকে সেজে ধরা দিলেন যুগলে। দু'জনেই পরেছেন লাল রঙের এথনিক পোশাক। লাল রঙের ঘাগরা-চোলিতে সেজেছেন মধুমিতা। খোলা চুল, গয়না ও মানানসই মেকআপে দারুন মানিয়েছে তাকে। অন্যদিকে দেবমাল্য পরেছেন লাল রঙের ভারী কাজের শেরওয়ানি। হবু স্বামীর বাহুলগ্না হয়েছেন মধুমিতা। আরও কাছাকাছি এসেছেন তাঁরা। সোশাল মিডিয়ায় তাঁদের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে মধুমিতা লিখেছেন, 'সফট লঞ্চ'। আর এই ক্যাপশন থেকেই নেটিজেনরা অনুমান করছেন যে, এই ছবি নিতান্তই ছবি নয়, বরং এটি মধুমিতা-দেবমাল্যর প্রি- ওয়েডিং ফটোশুট। যদিও এই নিয়ে কিছুই খোলসা করেননি তাঁরা দু'জন।

 

হবু দম্পতির এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বহু শিল্পী। উল্লেখ্য, বিয়ের দিনক্ষণ এখনও সঠিকভাবে না জানালেও শোনা যাচ্ছে যে মনের মতো ভেন্যু পেলে ২৩ জানুয়ারি অভিনেত্রীর বিয়ের সানাই বাজবে। বিয়ের দিনের জন্য মধুমিতার চিরাচরিত লাল শাড়িই পছন্দ। লাল বেনারসিতেই এদিন সাজার পরিকল্পনা করেছেন তিনি। তবে রিশেপসনে কীভাবে সাজবেন বা কী শাড়ি পড়বেন তা নাকি এখনও ঠিক করে উঠতে পারেননি। তবে সময় পেলেই নাকি কেনাকাটা করছেন। শুধু তাই নয়, শুটিংয়ের ফাঁকে নাকি প্রিয়জনেদের কাছে আইবুড়োভাত খেতেও নাকি যাচ্ছেন অভিনেত্রী। পছন্দের ভেটকি পাতুরি, বিরিয়ানি, পোলাও দিয়েই নাকি আইবুড়োভাত খাওয়ার ইচ্ছা অভিনেত্রীর। শুধু তাই নয়, নিজে বাঙালি পদ ভালোবাসেন বলে বিয়ের মেনুতেও নাকি বাঙালি সুস্বাদু সব পদ রাখবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রঙমিলান্তি পোশাকে সেজে ধরা দিলেন যুগলে।
  • দু'জনেই পরেছেন লাল রঙের এথনিক পোশাক।
  • লাল রঙের ঘাগরা-চোলিতে সেজেছেন মধুমিতা।
Advertisement