সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে রোহিত শর্মার দুঃসময় চলছে। গত বছর বিতর্কে জর্জরিত ছিল মুম্বই। এবারও প্রথম দুই ম্যাচে রানের দেখা পাননি। প্রথম ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। শনিবার গুজরাটের বিরুদ্ধে তাঁর রান ৮। পরপর দু'ম্যাচে ব্যর্থ হতেই রোহিতের দুরবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তনীরা। অনেকে আবার প্রশ্ন করছেন, শেষ তিন-চার বছরে কবেই বা গোটা মরশুমে প্রচুর রান করেছেন রোহিত?

গুজরাটের বিরুদ্ধে অবশ্য শুরুটা খারাপ করেননি মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক। প্রথম তিন বলেই দুটি চার মারেন। তারপরই মহম্মদ সিরাজের বলে বোল্ড। এই নিয়ে গত নয় ইনিংসে ছয় বার ১০ রানের কমে আউট হলেন রোহিত। গত পাঁচ মরশুমের মধ্যে শুধু গতবার ৪০০-র বেশি রান করেছেন।
এই নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি বলছেন, "রোহিত শর্মাকে এবার রানে ফিরতেই হবে। গত মরশুমে ও ৪০০ করেছিল। একটা সেঞ্চুরি করেছিল। কিন্তু সেটা যথেষ্ট নয়। শেষ কবে এক মরশুমে ৮০০-৯০০ করেছে? রোহিত সেটা করতে পারছে না। কিন্তু বিরাট কোহলি কীভাবে করছে? এবার রোহিতেরও করা উচিত। এই জন্যই তো ওকে রিটেন করা হয়েছে। গত বছর অনেক সমস্যা ছিল। কিন্তু এবার দুটো ম্যাচে পরিস্থিতি ভালো হতে পারত।"
অন্যদিকে ভারতের আরেক প্রাক্তনী বীরেন্দ্র শেহওয়াগ বলছেন, "এখনই এতটা বলার সময় হয়নি। আমরাও তো ওর ভক্ত। কিন্তু সত্যিই তো, রোহিত কবে ৬০০-৭০০ রান করেছে? গত ১৮ বছরেই যেখানে করেনি, সেখানে কেরিয়ারের শেষে এসে করবে? এটা ভাবা বাড়াবাড়ি।"
সঞ্জয় মঞ্জরেকরও প্রশ্ন তুলছেন রোহিতের ব্যাটিং নিয়ে। তাঁর বক্তব্য, "চার বছর আগে রোহিত যে ফর্মে ছিল, এখন তার ধারেকাছে নেই। ও এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে রোজ নিজেকে ট্রেনিংয়ের জন্য জোর করতে হয়। অনেক কিছুই হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। এখন ওর ভরসা বলতে প্রতিভা আর স্বতঃস্ফূর্ততা।" সেটা দিয়ে কি ফের ঝড় তুলতে পারবেন রোহিত?