shono
Advertisement
BR Ambedkar

সাধারণতন্ত্র দিবসে সংবিধান প্রণেতা আম্বেদকরের মূর্তিতে হামলা! চাঞ্চল্য পাঞ্জাবে

মূর্তিতে হামলার ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে।
Published By: Kishore GhoshPosted: 10:58 PM Jan 26, 2025Updated: 11:05 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয়েছিল ভারতের সংবিধান। সেই ২৬ জানুয়ারিতে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে হামলা চালানো হল পাঞ্জাবের অমৃতসর শহরে। ৭৬তম সাধারণতন্ত্র দিবসে প্রকাশ্যে ভাঙার চেষ্টা হল আম্বেদকরের মূর্তি। সেই ধ্বংসকাজের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

আম্বেদকরের সম্পূর্ণ দেহাবয়বের ওই মূর্তি ভাঙতে মই বেয়ে ওঠেন এক যুবক। এরপর হাতুড়ি আঘাতে মূর্তির মুখের অংশে ভেঙে ফেলার চেষ্টা করেন তিনি। কাণ্ড দেখে ঘটনাস্থলে দাঁড়িয়ে পড়েন অনেকে। কেউ কেউ ঘটনার ভিডিও রেকর্ড করেন তাঁদের মোবাইলে। এখনও পর্যন্ত স্পষ্ট নয় ওই যুবক কেন সংবিধান প্রণেতার মূর্তিতে হামলা চালালেন, তিনি কি কোনও দলের সমর্থক?

ইতিমধ্যে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এই বিষয়ে অমৃতসরের সাংসদ গুরজিৎ সি আউজিলা বলেন, "বাবা রাও আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানাই। সরকারের কাছে আমার আবেদন রইল, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের যেন কঠিন শাস্তি দেওয়া হয়।"

সাম্প্রতিক অতীতে দেশে এবং বিদেশে মহাত্মা গান্ধীর মূর্তিকে টার্গেট করা হলেও আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনা সম্ভবত এই প্রথম। তাও আবার সাধারণতন্ত্র দিবসেই এই কাণ্ড ঘটানো কী উদ্দেশ্যপ্রণোদিত? উঠছে প্রশ্ন। বিজেপি দেশের সংবিধান বদলে ফেলতে চায়, কংগ্রেস যখন বারবার এই দাবি তুলছে, তখন আম্বেদকরের মূর্তি ভাঙার চেষ্টায় রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইতিমধ্যে যুবককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।
  • আম্বেদকরের সম্পূর্ণ দেহাবয়বের ওই মূর্তি ভাঙতে মই বেয়ে ওঠেন এক যুবক।
Advertisement