shono
Advertisement

স্ত্রীর সংখ্যা ৯৭, আরও বিয়ে করতে চান ৯২ বছরের এই বৃদ্ধ!

যতদিন বাঁচবেন, ততদিন ধরে চালিয়ে যেতে চান এই বৈবাহিক প্রক্রিয়া৷ The post স্ত্রীর সংখ্যা ৯৭, আরও বিয়ে করতে চান ৯২ বছরের এই বৃদ্ধ! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:44 PM Oct 18, 2016Updated: 06:24 PM Oct 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নাম মহম্মদ বেলো আবুবকর৷ বয়স ৯২৷ ইতিমধ্যেই এই ব্যক্তির জগৎজোড়া খ্যাতি৷ কারণ তিনি এই বয়সেও সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে রেখেছেন তাঁর দাম্পত্য জীবন৷ একটি বা দুটি নয়, তাঁর স্ত্রীর সংখ্যা ৯৭৷ কিন্তু এই সংখ্যা নাকি বিশেষ কিছুই নয়৷ যতদিন বাঁচবেন, ততদিন ধরে চালিয়ে যেতে চান এই বৈবাহিক প্রক্রিয়া৷ গোটা জীবনে এই ধর্মযাজক বিয়ে করেছিলেন মোট ১০৭টি৷ কিন্তু তারমধ্যে ১০টি সম্পর্ক টেকেনি৷ কিন্তু তাতে দমে যাননি যাজক৷ ঈশ্বরের কৃপায় এমন আরও বিয়ে করতে চান তিনি৷

Advertisement

সাম্প্রতিক কালে, রটে গিয়েছিল, যাজক আবুবকরের নাকি মৃত্যু হয়েছে৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ কিন্তু সেই তথ্য ভুল প্রমাণ করতেই লোকসমক্ষে দেখা দিলেন যাজক৷

নাইজেরিয়ার আবুবকর জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় আরও বিয়ে তিনি করতে চান৷ আর যাঁরা এই কাজের সমালোচনা করছেন, তাঁরা খুব ভুল করছেন বলে মত প্রকাশ করেছেন যাজক৷

The post স্ত্রীর সংখ্যা ৯৭, আরও বিয়ে করতে চান ৯২ বছরের এই বৃদ্ধ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement