shono
Advertisement

দমদম পার্ক ভারতচক্রে দেবীর সঙ্গে এবার বন্দিত হবেন সমাজের দশভুজারা

দেবীপক্ষে নারীর জয়গানে মুখরিত হবে সমাজ৷ The post দমদম পার্ক ভারতচক্রে দেবীর সঙ্গে এবার বন্দিত হবেন সমাজের দশভুজারা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 PM Oct 06, 2018Updated: 01:15 PM Oct 06, 2018

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন দমদম পার্ক ভারতচক্রের প্রস্তুতি৷

Advertisement

সুলয়া সিংহ: দুর্গাপুজো মানেই নারী শক্তির বন্দনা৷ দেবীপক্ষ পড়তেই শুরু হয় মায়ের আরাধনা৷ কিন্তু মা তো শুধুই কাঠামো নয়৷ এ সমাজেও তো অস্তিত্ব রয়েছে রক্ত-মাংসের দশভুজার৷ যাঁরা একই দেহে বিভিন্ন রূপে ধরা দেন সংসারে৷ দমদম পার্ক ভারতচক্রে এবার সেই নারীরাই বন্দিত হবেন৷ পুজোর পোড়খাওয়া শিল্পী পূর্ণেন্দু দের ভাবনায় অন্ধকার নয়, ফুটে উঠবে নারীর সাফল্যের কাহিনি৷

একবিংশ শতকে দাঁড়িয়েও নিয়মিত খবরের কাগজে চোখ রাখলেই মনটা খারাপ যায়৷ নারীদের উপর অত্যাচার, অবহেলা, ধর্ষণের নানা ঘটনা মনকে ক্ষতবিক্ষত করে৷ কিন্তু হাজার বাধা, প্রতিকূলতা, সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে নারী এগিয়ে চলেছে তাঁর আপন ছন্দে৷ তাই তো একশো বছর আগে যা কল্পনাও করা যেত না, তা আজ বাস্তবে করে দেখাচ্ছেন ললনারা৷ কখনও মহাকাশে পাড়ি দিচ্ছেন তো কখন আদালতের প্রধান বিচারপতির আসনে বসে ঐতিহাসিক রায় ঘোষণা করছেন৷ কখনও পদক জিতে গর্বিত করছেন দেশবাসীকে তো কখনও অটোর স্টিয়ারিং হাতে ধরে সংসার চালাচ্ছেন৷ বাড়ির গণ্ডি পেরিয়ে উড়তে শিখেছে নারী৷ লক্ষ্ণণরেখা ডিঙিয়ে সমাজের সঙ্গে একাহাতে লড়ে আত্মরক্ষা করছেন৷ তাঁরাও যে দশভুজা, তার প্রমাণ দিয়ে চলেছেন প্রতি মুহূর্তে৷ যিনি রাঁধের তিনি চুলও বাঁধেন৷ এই প্রবাদকে সত্যি করেই ঘর সামলানোর সঙ্গে সঙ্গে বাইরের জগতেও নিজেকে মেলে ধরতে আজ সফল তারা৷ ভারতচক্রে সমাজের সেই সব দেবীরই বন্দনা করা হচ্ছে এবার৷ থিমের নাম ঘরে ও বাইরে৷

মণ্ডপের প্রবেশ পথ থেকেই দর্শনার্থীদের নজর কাড়বে নারীদের কৃতিত্বের নানা গাঁথা৷ নকসি কাঁথায় আর দুঃখের নয়, রচিত হচ্ছে নারীদের সাফল্যের কাহিনি৷ বাড়ির চার দেওয়াল থেকে বেরিয়ে যাঁরা আকাশে উড়ছেন আত্মবিশ্বাসের সঙ্গে৷ তথাকথিক ‘ছেলেদের জীবীকা’র সংজ্ঞাকে মিথ্যে প্রমাণ করে সব ধরনের কাজ করছেন তাঁরা৷ মণ্ডপের ভিতর মায়ের অর্ধনারীশ্বর সাজের প্রতিমার মধ্যে দিয়েও নারীর একই অঙ্গে ভিন্ন রূপের কাহিনিই ফুটে উঠবে৷ ভাবনার সঙ্গে মানানসই করেই প্রতিমা তৈরি করেছেন শিল্পী অরূপ কর৷ আর মানব বন্দ্যোপাধ্যায়ের আবহে নারীর জয়গানই শুনবেন দর্শনার্থীরা৷

মায়ের কাছে প্রার্থনা, অন্ধকারকে দূরে ঠেলে সৎ ও সাহসিকতার সঙ্গেই যেন আলোর পথে হাঁটতে পারে নারী সমাজ৷ পায় প্রাপ্ত মর্যাদা৷ তবেই তো দেবীবন্দনা সার্বিকভাবে সফল হবে৷

The post দমদম পার্ক ভারতচক্রে দেবীর সঙ্গে এবার বন্দিত হবেন সমাজের দশভুজারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement