shono
Advertisement

Breaking News

মেয়ের বিকিনি-বিতর্ক নিয়ে মুখ খুললেন শাহরুখ!

বাদশা জানিয়েছেন, মেয়ের বিকিনি পরা ছবি নিয়ে প্রশ্ন ওঠার ঘটনাটি শুনে তাঁর নিজের খুবই নিম্নমানের মনে হয়েছিল। The post মেয়ের বিকিনি-বিতর্ক নিয়ে মুখ খুললেন শাহরুখ! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:57 AM Jul 03, 2016Updated: 07:47 PM Jul 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মেয়ের বিকিনি বিতর্ক নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের বিকিনি পরা ছবি আপলোড করেছিল শাহরুখ-তনয়া সুহানা। আর তারপরই কন্যের ‘বিকিনি বডি’ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু গোটা ব্যাপারে সেই সময়ে মুখে কুলুপ এঁটেছিলেন বলিউডের ‘বাদশা’। মেয়ের এমন কীর্তি দেখে কিচ্ছুটি বলেননি।
এবার অবশেষে মুখ খুললেন তিনি| কিন্তু তিনি যা বললেন, তা শুনে আপাতভাবে চমকে উঠতে হয়।
একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “পুরো ঘটনাটি নিয়ে নিশ্চুপ থেকে আমি সুহানাকে সংবাদমাধ্যমের থেকে নয়, নিজের থেকে রক্ষা করছিলাম।”
প্রাথমিকভাবে কথাটি শুনে বেশ অবাক লাগে। প্রশ্ন জাগে, সুহানাকে কেন নিজের বাবার থেকে সুরক্ষিত থাকতে হবে?

Advertisement

এই সেই বিতর্কিত ছবি

আসলে শাহরুখ এই বক্তব্যের মধ্যে দিয়ে নিজের স্টারডম থেকে সুহানাকে রক্ষা করার কথা বলেছেন।
বাদশা জানিয়েছেন, মেয়ের বিকিনি পরা ছবি নিয়ে প্রশ্ন ওঠার ঘটনাটি শুনে তাঁর নিজের খুবই নিম্নমানের মনে হয়েছিল। যদিও শাহরুখ এবং তাঁর পরিবার খুবই উদারমনস্ক, তবুও ১৬ বছরের সুহানার ছবি সংক্রান্ত বিষয়ে যখন নানা কথা উঠছিল, তখন মনের গভীরে তিনি বিশেষ ভাল বোধ করছিলেন না।
শাহরুখের মতে, তিনি যদি সুপারস্টার না হতেন, তবে সুহানা এবং তার বিকিনি কোনও কিছুই আলোচনার বিষয় হয়ে উঠত না। এমন একটি ছোট ঘটনাও প্রচারের আলোয় আসছে, কারণ সুহানা অভিনেতা শাহরুখ খানের মেয়ে!
তাই সেই সময়ে পুরো ঘটনাটির ক্ষেত্রে চুপ থেকে শাহরুখ নিজের স্টারডম থেকে মেয়েকে রক্ষা করছিলেন।

The post মেয়ের বিকিনি-বিতর্ক নিয়ে মুখ খুললেন শাহরুখ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement