shono
Advertisement

Breaking News

খদ্দের টাকা না দিলে ধর্ষণের অভিযোগ করতে পারবেন না যৌনকর্মীরা

বেঙ্গালুরুর এক যুবতী তিন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পরই এই আইন বলবৎ হল৷ The post খদ্দের টাকা না দিলে ধর্ষণের অভিযোগ করতে পারবেন না যৌনকর্মীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:33 PM Oct 12, 2016Updated: 02:03 PM Oct 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন মিলনের পর খদ্দের টাকা দেয়নি৷ শুধুমাত্র এই কারণ দেখিয়ে কোনও খদ্দেরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে পারবেন না কোনও যৌনকর্মী৷ এ কথা সাফ জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত৷

Advertisement

যৌনপল্লিতে অর্থের বিনিময়ে যৌনতার লেনদেন চলে৷ কোনও খদ্দের যৌন মিলনের পর টাকা দিতে অস্বীকার করলে তাকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্য তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়ে থাকে৷ এবার সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল, এমনটা করা যাবে না৷ বিচারক পিনাকীচন্দ্র ঘোষ ও অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, এমন অভিযোগ আনলে সেই যৌনকর্মীকে প্রমাণ করতে হবে যে তিনি ধর্ষিতা হয়েছেন৷ তাঁর মুখের কথাকেই ‘বেদ বাক্য’ হিসেবে মেনে নেওয়া হবে না৷

বেঙ্গালুরুর এক যুবতী তিন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পরই এই আইন বলবৎ হল৷ ২০ বছরের ওই যুবতী জানিয়েছিলেন, তিনজন ব্যক্তি তাঁকে অটোয় তুলে একটি গ্যারাজে নিয়ে যায়৷ সেখানে তাঁকে ধর্ষণ করা হয়৷ অভিযুক্ত তিন ব্যক্তি কর্নাটক হাই কোর্টে এই অভিযোগকে চ্যালেঞ্জ জানান৷ সেই পরিপ্রেক্ষিতে ওই যুবতীর রুমমেটকে জেরা করা হয়৷ জেরায় সাক্ষী হিসেবে রুমমেট জানান, দিনে লোকের বাড়িতে ঠিকে কাজ করেন ওই যুবতী৷ আর রাতে যৌনকর্মী হিসেবে কাজ করেন৷ অভিযুক্তদের থেকে মাঝে মধ্যেই আর্থিক সাহায্য নিতেন তিনি৷ আদালতকে সাক্ষী আরও বলেন, ওই ব্যক্তিদের থেকে এক হাজার টাকা চেয়েছিলেন যুবতী৷ কিন্তু তাঁরা দিতে অস্বীকার করে৷ যুবতীর কাছ থেকে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, এই অভিযোগ আনলে অভিযুক্তরা তার আর্থিক চাহিদা পূরণ করতে বাধ্য হবেন৷ যুবতী নিজের বক্তব্য প্রমাণ করতে না পারায় তিন অভিযুক্তকে রেহাই দিয়ে দেওয়া হয়৷

The post খদ্দের টাকা না দিলে ধর্ষণের অভিযোগ করতে পারবেন না যৌনকর্মীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement