স্টাফ রিপোর্টার: বাংলায় নামকরণের বানান ঠিক আছে তো? কোন ধরনের হরফ বেশি আকর্ষণীয়? পুরসভায় গিয়ে এসবই বুঝে নিচ্ছেন শপিংমল, বেসরকারি হাসপাতাল, বিপণি থেকে জুয়েলারি দোকানের কর্তারা।

সম্প্রতি শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। পুর কমিশনার ধবল জৈন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তারপরই বিভিন্ন বড় বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জনসংযোগ কর্তারা পুর কমিশনারের অফিসে এসে ফর্ম পূরণ করছেন। কোন ধরনের বাংলা হরফ আকর্ষণীয়, একঝলকে চোখে পড়ে বুঝে নিতে চাইছেন। পুর কমিশনার বলেছেন, ব্যবসায়িক সংস্থাগুলি স্বেচ্ছায় পুরসভায় আসছে। সবরকম সহযোগিতা করা হচ্ছে।
জানা গিয়েছে, কলকাতায় ব্যবসায়িক সংস্থাগুলির নামফলক বাংলার করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে কোনও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। কিন্তু বাংলায় লিখতেই হবে। উল্লেখ্য, কয়েক দিন আগে মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, "বাংলার মানুষ বাংলা ভাষা জানে। তাই সমস্ত সাইন বোর্ডকে বাংলা ভাষায় করতে বলা হয়েছে। অন্যান্য রাজ্যে এটা অনেক আগেই করা হয়েছে। আমাদের আগেই নির্দেশ ছিল। বাংলা ভাষা থাকবে তার সঙ্গে অন্য ভাষা থাকতে পারে। কিন্তু স্পষ্টভাবে বাংলায় নামফলক করতেই হবে। যাতে সবাই বুঝতে পারে।" এর পরেই বিজ্ঞপ্তি প্রকাশ করেন পুর কমিশনার।