shono
Advertisement
Salt Lake Fire

সল্টলেকে বিধ্বংসী আগুন, দাউদাউ জ্বলছে রাসায়নিক কারখানা

ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন।
Published By: Subhankar PatraPosted: 03:09 PM May 02, 2025Updated: 05:04 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সল্টলেকের (Salt Lake) সেক্টর ফাইভের একটি ফ্লেক্স তৈরির কারখানায় আগুন (Fire Incident)। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। দাউদাউ করে জ্বলছে রাসায়নিক কারখানাটি। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ হঠাৎ টেকনোপলিসের কাছে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ জমা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দও শুনতে পান স্থানীয়রা। আগুন মুহূর্তে কারখানার বাকি অংশে ছড়িয়ে পড়ে। গলগল করে কালো ধোঁয়া বেরতে থাকে। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকল কর্মীরা। পাঁচিল টপকে কারখানার ভিতরে ঢোকার চেষ্টা করছেন তাঁরা।

ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জনবহুল এলাকায় ওই কারখানাটি। আগুন আরও ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল মন্ত্রী বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা হবে বলে আশা করছি। ভিতরে কেউ আটকে নেই বলেই জেনেছি। দমকলের কর্মীরা কাজ করছেন।"

এই নিয়ে চারদিনে শহরে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার রাতে মেছুয়া বাজারের ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। সেই ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। বৃহস্পতিবার লেকটাউনের দক্ষিণদাঁড়িতে আগুন লাগে। সেই দিনই চিনারপার্কের একটি রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতে এবার আগুন লাগল সেক্টর ফাইভের রাসায়নিক কারখানায়। শহরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সল্টলেক সেক্টর ফাইভের একটি ফ্লেক্স তৈরির কারখানায় আগুন।
  • কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। দাউদাউ করে জ্বলছে রাসায়নিক কারখানাটি।
  • ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন।
Advertisement