shono
Advertisement

দুই মহিলার মুণ্ডহীন লাশ ঘিরে চাঞ্চল্য মেদিনীপুরে

তমলুকের গড়কিল্লায় নরবলি! নন্দীগ্রামেও উদ্ধার বিবস্ত্র মুণ্ডহীন লাশ! The post দুই মহিলার মুণ্ডহীন লাশ ঘিরে চাঞ্চল্য মেদিনীপুরে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:07 PM Oct 16, 2016Updated: 02:37 PM Oct 16, 2016

স্টাফ রিপোর্টার: পান বরোজের মধ্যে উদ্ধার হল যুবতীর নগ্ন মুণ্ডহীন দেহ৷ মৃতদেহের পাশে উদ্ধার হয়েছে হলুদ, ধূপ, রক্তভর্তি মালসা, মালা৷ বেলা বাড়তেই দেহটি দেখতে ভিড় বাড়ান গ্রামবাসীরা৷ পুলিশ কুকুর এনে তদন্তের দাবিতে দেহ আটকে বিক্ষোভ দেখান তাঁরা৷ শেষ পর্যন্ত খড়গপুর থেকে রেলপুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে চলে তল্লাশি৷ সব দেখে শুনে পুলিশের প্রাথমিক অনুমান, নরবলি দেওয়া হয়েছে ওই যুবতীকে৷
শনিবার সকাল৷ তমলুকের গড়কিল্লা এলাকায় প্রাতঃকর্ম সারতে গিয়ে পানের বরোজের মধ্যে এক যুবতীর মুণ্ডহীন দেহ দেখতে পান স্থানীয়রা৷ বিবস্ত্র অবস্থায় পড়েছিল দেহটি৷ মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ পৌঁছলেও পুলিশ কুকুর এনে তদন্তের দাবিতে দেহ আটকে শুরু হয় বিক্ষোভ৷ ভোর থেকে বিকেল গড়িয়ে গেলেও মৃতদেহ তুলতে পারেনি পুলিশ৷ এরপর খড়গপুর থেকে রেলপুলিশের কুকুর নিয়ে শুরু হয় তল্লাশি৷ সম্ভবত ওই যুবতীকে নরবলি দেওয়া হয়েছে এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের৷
মুণ্ডটির খোঁজে পার্শ্ববর্তী ঝোপঝাড় ও জঙ্গলে চলে পুলিশ কুকুর নিয়ে জোর তল্লাশি৷ স্থানীয় পুকুরগুলিতেও জাল ফেলা হয়৷ ততক্ষণে অবশ্য বিক্ষোভ সামলে দেহটি উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ৷
স্থানীয় নীলকুণ্ঠা পঞ্চায়েত প্রধান সঞ্জয় কুমার ভঞ্জ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সামনে বিক্ষোভরত জনতাকে শান্ত করেন৷ তমলুক ব্লক তৃণমূল নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা এই নারকীয় খুনের ঘটনার তদন্ত দাবি করেন৷ পুলিশ সুপারকে ফোনও করেন তিনি৷ যেভাবে ঘাড় থেকে মুণ্ডটি নিপুণ ভাবে আলাদা করা হয়েছে, তা দেখে পুলিশের অনুমান- সম্ভবত হাড়িকাঠে মাথা দিয়ে কোনও ধারালো ভারী অস্ত্র দিয়েই কাটা হয়েছে সেটি৷ আর এই খুনের আগে তাঁকে সম্ভবত অজ্ঞান করে নেওয়া হয়েছিল৷ ওই যুবতীর মৃতদেহের ফটোকপি আশেপাশের সবকটি গ্রামে বিলি করে পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

Advertisement

গড়কিল্লায় পুলিশ কুকুর নিয়ে তদন্ত

তমলুকের গড়কিল্লার পর একইদিনে জেলার আর এক প্রান্ত নন্দীগ্রামে মিলল আরও এক মহিলার মুণ্ডহীন দেহ৷ দেহটি বস্তার মধ্যে ভরে ফেলে রাখা হয়েছিল৷ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের মনুচক গ্রামের বড় বাঁধ লাগোয়া একটি ঝোপে৷ পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মহিলার বয়স আনুমানিক প্রায় বছর পঁচিশ৷
নন্দীগ্রামের মনুচক গ্রামের ঘটনা সূত্রে জানা গিয়েছে, পথচলতি মানুষ এদিন সকালে দুর্গন্ধ পান৷ তার থেকেই প্রথমে এলাকাবাসীর সন্দেহ দানা বাঁধে৷ কৌতূহলী লোকজন আশপাশে খোঁজখবর শুরু করেন৷ তখনই তাঁদের নজরে পড়ে ঝোপে গাছের আড়ালে পড়ে থাকা এক বস্তার দিকে৷ সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নন্দীগ্রাম পুলিশ৷ বস্তা খুলে মুণ্ডকাটা তরুণীর দেহ দেখতে পায় পুলিশ৷ তার শরীরে কোনও পোশাক ছিল না৷ শরীরের বেশ কিছু অংশ পচে গলে গিয়েছে৷ তবে এলাকায় এমন কোনও খুনের ঘটনার খবর নেই বলে স্থানীয়রা জানিয়েছেন৷ অন্য কোথাও খুন করে তরুণীর মৃতদেহ বস্তাবন্দি করে ঝোপে ফেলা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান৷ তবুও ঘটনার তদন্তে নেমেছে নন্দীগ্রাম পুলিশ৷

The post দুই মহিলার মুণ্ডহীন লাশ ঘিরে চাঞ্চল্য মেদিনীপুরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement