সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য সুখবর। গত সপ্তাহেই ‘লিভ ট্রাভেল কনসেশন’ বা এলটিসির ঘোষণা হয়েছিল। এবার উৎসব বোনাসের কথা ঘোষণা করল কেন্দ্র সরকার। উৎসবের মরশুমে নন গেজেটেড কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস দেওয়ার কথা বুধবার ঘোষণা করেন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। উল্লেখ্য, বোনাস না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন কর্মচারীরা। এমনকী, আন্দোলনের হুমকিও দিয়েছিলেন রেলের কর্মীরা।
কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিনই বোনাসের অনুমোদন দিয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ‘প্রোডাক্টিভিটি’ ও ‘নন প্রোডাক্টিভিটি’ বোনাসের সুবিধা পাবেন প্রায় ৩০ লক্ষ নন গেজেটেড কেন্দ্র সরকারি কর্মচারী। এর জন্য ৩ হাজার ৭৩৭ কোটি টাকা খরচ হবে সরকারের। আগামী এক সপ্তাহের মধ্যেই বোনাসের টাকা কর্মীরা হাতে পেয়ে যাবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
[আরও পড়ুন : মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে ‘লাভ জিহাদ’ নিয়ে নালিশ, বিতর্কে মহিলা কমিশনের প্রধান]
মন্ত্রী জাভড়েকর জানিয়েছেন, প্রায় ১৭ লক্ষ নন গেজেটেড কর্মী প্রোডাক্টিভিটি বোনাস পাবেন। এর মধ্যে রয়েছে রেল, ব্যাংক, পোস্ট অফিস, ইপিএফও, ইএসআই-এর মতো সংস্থার কর্মীরা। এই খাতে সরকারের খরচ হবে ২ হাজার ৭৯১ কোটি টাকা। অন্যান্য ক্ষেত্রের বাকি ১৩ লক্ষ নন গেজেটেড কর্মীদের বোনাসের জন্য ৯৪৬ কোটি টাকা খরচ করবে সরকার। ঘোষণা অনুযায়ী, বিজয়া দশমীর আগেই বোনাসের টাকা হাতে পাবেন কর্মীরা।
[আরও পড়ুন : পাঞ্জাবে চালু হবে না বিতর্কিত কৃষি আইন! বিধানসভায় পালটা বিল কংগ্রেস সরকারের]
করোনা কালে কেন্দ্র সরকারের আয় তলানিতে ঠেকেছে। খরচ বেড়ে কয়েকগুন। এমন পরিস্থিতি বোনাস দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ফলে আন্দোলনে নামার হুমকি দিয়েছিল কর্মচারীরা। ২২ অক্টোবর তো রেলকর্মীরা প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সেই চাপের মুখেই এবার বোনাসের ঘোষণা করল কেন্দ্র সরকার।