সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে সুখবর। দুর্গাপুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ল ৪ শতাংশ। এর ফলে লাভবান হবেন কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরাও। বিগত দিনে মুদ্রাস্ফীতির হার যে ভাবে বেড়েছে তাতে উৎসবের মরশুমের আগে ডিএ বাড়ানোর দাবি ছিল। এদিন সেই দবিকেই মান্যতা দিল মোদি সরকার।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। তাতে স্থির হয় ৪ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে। তারপরই সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
এর আগে গত মার্চ মাসে কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়েছিল কেন্দ্র। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর যে ভাবে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে উৎসবের মরশুমের আগে ডিএ বাড়ানোর দাবি ছিল। সেই মোতাবেক পদক্ষেপ করল কেন্দ্র। অর্থাৎ এই বছর দু’দফায় মোট ৭ শতাংশ ডিএ বাড়াল মোদি সরকার।
[আরও পড়ুন: ‘আরএসএসকেও নিষিদ্ধ করা হোক’, PFI’কে নিষিদ্ধ করার পরই দাবি কেরলের বিরোধী জোটের]
এদিকে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় (PMGKAY) বিনামূল্যে রেশন বণ্টনের মেয়াদ বাড়ালো কেন্দ্র। আগামী ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে বিনামূল্যে রেশন। অবশ্য ঘোষণার আগেই খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতেই সিলমোহর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আগামী তিন মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।