shono
Advertisement

লোকসভা ভোটের আগেই কার্যকর CAA! আজ রাতেই জারি হতে পারে অর্ডিন্যান্স

গত কয়েক মাসে শাসক দলের একাধিক নেতা দাবি করেছিলেন, খুব শিগগির সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ জারি হতে চলেছে দেশে। এদিন সেই দাবিতেই সিলমোহর দিতে চলেছে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক!
Posted: 04:56 PM Mar 11, 2024Updated: 07:02 PM Mar 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ রাতেই কার্যকর হতে পারে CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন। সূত্রের খবর, এই বিষয়ে সোমবার রাত ১০টায় মোদি সরকারের তরফে জারি হতে পারে অর্ডিন্যান্স। আরেকটি সূত্রে দাবি করা হচ্ছে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে ঘোষণা করতে চলেছেন। গত কয়েক মাসে শাসক দলের একাধিক নেতা দাবি করেছিলেন, খুব শিগগির সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ জারি হতে চলেছে দেশে। এদিন সেই দাবিতেই সিলমোহর দিতে চলেছে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক। 

Advertisement

মাস খানেক আগেই অমিত শাহ জানিয়েছিলেন, সিএএ দেশের জন্য জরুরি। অবশ্যই এই আইন আনা হবে। লোকসভা ভোটের আগেই তা কার্যকরও হবে। যদিও ভোটপ্রচারে বাংলা সফরে এসে সিএএ নিয়ে উচ্চবাচ্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসেই সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। এই আইনের উদ্দেশ্য হল বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত।

 

[আরও পড়ুন: মুখ পোড়ার ভয়? ব্রিগেডে পালটা সভা চায় না বিজেপি]

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (২০১৯)-কে চ্যালেঞ্জ করে একাধিক জনস্বার্থ মামলা হয়েছে দেশের বিভিন্ন আদালতে। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর সিএএ-র বিরুদ্ধে আর্জির প্রথম শুনানি শুরু হয়েছিল শীর্ষ আদালতে। ওই বছরেরই ১১ ডিসেম্বর সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। তার পরেও অবশ্য ২০২০-র ১ জানুয়ারি বিলটি আইনে পরিণত হয়। সোমবারই তা কার্যকর হতে চলেছে বলে খবর। 

 

[আরও পড়ুন: লোকসভা ভোটে পৃথক লড়াইয়ের ঘোষণা কুড়মিদের, বাংলায় কজন প্রার্থী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement