shono
Advertisement

বাবুল সুপ্রিয়কে ঘিরে যাদবপুরে ধুন্ধুমার, কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ বামপন্থী পড়ুয়াদের

কেন্দ্রীয় মন্ত্রীর জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে যাদবপুরের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে৷ The post বাবুল সুপ্রিয়কে ঘিরে যাদবপুরে ধুন্ধুমার, কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ বামপন্থী পড়ুয়াদের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:54 PM Sep 19, 2019Updated: 04:04 PM Sep 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়াপন্থী ছাত্র সংগঠন আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বৃহস্পতিবার দুপুরে যাদবপুরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই তাঁর পথ আটকায় বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা৷ বাবুল সুপ্রিয়কে হেনস্তা করা হয়৷ ধস্তাধস্তিতে ছিঁড়ে যায় কেন্দ্রীয় মন্ত্রীর জামা৷

Advertisement

[ আরও পড়ুন: এনআরসি আতঙ্ক কাটাতে আইনি সহায়তা কেন্দ্র খোলার উদ্যোগ তৃণমূলের, জানালেন সিদ্দিকুল্লা ]

সূত্রের খবর, এদিনের ‘নবীনবরণ’ অনুষ্ঠানে কোনও রাজনৈতিক কর্মসূচিতে নয়, আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছিলেন বাবুল সুপ্রিয়৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণার দাবিতে শিক্ষক সংগঠন জুটার তরফে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি আবেদন পত্র জমা দেওয়ারও পরিকল্পনা ছিল৷ কিন্তু অভিযোগ, তাঁকে অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত যেতে দেয়নি বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা৷ গেটের সামনেই আটকে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীকে৷ রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর৷ প্রথমে বাবুল সুপ্রিয়র নিরাপত্তারক্ষীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বাম ছাত্রদের৷ এরপর কেন্দ্রীয় মন্ত্রীকেও ধাক্কা দেওয়ার এবং তাঁর জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে যাদবপুরের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে৷

[ আরও পড়ুন: জট কাটিয়ে এসেছে নথি, আলিপুর আদালতে শীঘ্রই শুরুর পথে রাজীব মামলা

এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী৷ বারবার ছাত্রদের সংযত হওয়ার পরামর্শ দেন তিনি৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ব্যক্তিত্ব তাঁদের নেতা, এই উদাহরণ টেনেও বাম পড়ুয়াদের শান্ত করার চেষ্টা করেন বাবুল সুপ্রিয়৷ সূত্রের খবর, তাতেও কোনও কাজ হয়নি৷ বাবুল সুপ্রিয়কে যাদবপুরে ঢুকতে দেওয়া হবে না বলে, সাফ জানিয়ে দেয় তারা৷ পড়ুয়াদের অভিযোগ, বাবুল সুপ্রিয়র তরফে তাদের উপর আগে হাত তোলা হয়েছে৷ যদিও সেই দাবি উড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ ঘটনাকে কেন্দ্র করে এখনও রণক্ষেত্র যাদবপুর৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ তাঁরাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে৷

The post বাবুল সুপ্রিয়কে ঘিরে যাদবপুরে ধুন্ধুমার, কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ বামপন্থী পড়ুয়াদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার