shono
Advertisement

জনবিস্ফোরণ রুখতে মন্ত্রীর দাওয়াই নির্বীজকরণ

নোটবন্দির পর নাসবন্দি! The post জনবিস্ফোরণ রুখতে মন্ত্রীর দাওয়াই নির্বীজকরণ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:51 AM Dec 05, 2016Updated: 09:22 PM Dec 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটবন্দির পর নাসবন্দি! বড় নোট বাতিলের পর নির্বীজকরণ৷ কালো টাকার রমরমা রুখতে যেমন প্রধানমন্ত্রী বড় নোট বাতিল করেছেন, তেমনই দেশে জনবিস্ফোরণ রুখতে প্রয়োজন গণ নির্বীজকরণ৷ শনিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী গিরিরাজ সিং৷

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, জনবিস্ফোরণ রুখতে ভারতে কড়া জন্মনিয়ন্ত্রণ আইন লাগু করা দরকার৷ তাঁর লোকসভা কেন্দ্র নওয়াদায় দাঁড়িয়ে গিরিরাজ বলেন, “বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ মানুষের বাস এ দেশে৷ অথচ বিশ্বে পানীয় জলের মাত্র ৪.২ শতাংশ ও বাসযোগ্য জমির মাত্র ২.৫ শতাংশ ভারতে রয়েছে৷ এই অবস্থায় দেশের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে জনবিস্ফোরণ৷ এই সমস্যার সমাধানের জন্য আমাদের দরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন৷”

চলতি সপ্তাহে গিরিরাজ হলেন দ্বিতীয় বিজেপি নেতা, যিনি জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে মুখ খুললেন৷ এর আগে আরেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সঞ্জয় পাসওয়ানও জন্মনিয়ন্ত্রণের পক্ষে জোরাল সওয়াল করেছিলেন৷ গিরিরাজ দাবি করেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়াতেও জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন লাগু রয়েছে৷ সুতরাং এ দেশেও ওরকম আইন চালু না হওয়ার কোনও কারণ নেই৷ গিরিরাজের মন্তব্যে অবশ্য রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে৷ এর আগেও বিজেপির এই মন্ত্রী একাধিকবার বিতর্কে জড়িয়েছেন৷ এর আগে তিনি বলেছিলেন, “হিন্দুদের আরও বেশি করে সন্তানের জন্ম দেওয়া উচিত৷” আরএসএস প্রধান মোহন ভগবতও একই কথা বলেছিলেন৷ ভগবতের সংযোজন, “এমন কোনও আইন নেই যা হিন্দুদের একাধিক সন্তানের জন্ম দেওয়া আটকাতে পারে৷” ২০১৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিরোধীদের পাকিস্তানে যাওয়ার পরমার্শ দিয়েছিলেন গিরিরাজ সিং৷

  • ২ লক্ষ কোটি কালো টাকা প্রকাশ্যে এনে বিপাকে পরিবার
  • করণের শোয়ে ঝড় তুলতে চলেছে বলিউডের এই দুই নারী
  • সুখ নয়, নারীকে সুস্থতাও উপহার দেয় অর্গ্যাজম
  • ‘ক্যাশলেস’ লেনদেনে বাড়ছে সাইবার হামলার আশঙ্কা!
  • অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই খুন অন্তঃসত্ত্বা নৃত্যশিল্পী

 

The post জনবিস্ফোরণ রুখতে মন্ত্রীর দাওয়াই নির্বীজকরণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement