shono
Advertisement

জ্বালানির দাম বাড়লে আমার কী, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে

রবিবারেও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম৷ The post জ্বালানির দাম বাড়লে আমার কী, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:28 AM Sep 16, 2018Updated: 11:53 AM Sep 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়তে থাকা জ্বালানির খরচ সামাল দিতে মাথায় হাত পড়েছে দেশের সাধারণ মানুষের৷ এসব নিয়ে ইতিমধ্যে চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনা৷ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে মধ্যবিত্তের মনে জমতে শুরু করেছে ক্ষোভ৷ এমন অবস্থায় সেই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিলেন মোদির মন্ত্রিসভার সদস্য রামদাস আঠাওয়ালে৷ তিনি মন্ত্রী, তাই জ্বালানির দাম বাড়লে তাঁর কিছুই যায় আসে না! এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দপ্তরের এই রাষ্ট্রমন্ত্রী৷

Advertisement

[‘আসন্ন লোকসভা নির্বাচনের আগেই শুরু হবে রাম মন্দির তৈরির কাজ’]

রাজস্থানের জয়পুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান রামদাস আঠাওয়ালে৷ সেখানেই এই বিতর্কিত স্বীকারোক্তি করেন তিনি৷ সকলের সামনেই বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধির কোনও প্রভাবই আমি টের পাচ্ছি না৷ কারণ আমি একজন মন্ত্রী৷ বরং মন্ত্রীত্ব চলে গেলে আমি বেশি অসুবিধার মুখে পড়ব৷’ মন্ত্রীর এই মন্তব্যের পরেই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন বিরোধীরা৷ জ্বালানির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের চরম দুর্ভোগ হলেও কেন্দ্র নির্বিকার এবং এতে তাঁদের কিছুই আসে যায় না তা স্পষ্ট করেছেন রামদাস আঠাওয়ালের মন্তব্য৷ এমনই মত বিরোধীদের৷

যদিও পরে নিজের ভুল বুঝতে পারেন মন্ত্রী রামদাস আঠাওয়ালে৷ পরিস্থিতি সামাল দিতে নিজেই বলেন, সাধারণ মানুষের অসুবিধার কথা৷ কেন্দ্র যে সবরকম ভাবে জ্বালানির দাম বৃদ্ধি আটকাতে কাজ করছে, তাও জানান তিনি৷ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে বলে রাজনৈতিক মহলের মত৷ কারণ, এই মন্তব্যকে ঘিরে ততক্ষণে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা৷

সাম্প্রতিক হয়ে গিয়েছে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক৷ সেখানে দলের প্রতিটি নেতা ও মন্ত্রিসভার সদস্যদের বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিশেষ প্রয়োজন ছাড়া সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নিষেধ করা হয় প্রত্যেককে৷ কিন্তু শীর্ষ নেতৃত্বের সেই নির্দেশ যে খুব একটা কাজে দিচ্ছে না৷ রামদাস আঠাওয়ালের উক্ত মন্তব্যই এর প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

[হরিয়ানা গণধর্ষণ কাণ্ডে জড়িত সেনা জওয়ান! গ্রেপ্তারি পরোয়ানা জারি]

পাশাপাশি, রবিবারেও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম৷ এদিন পেট্রলের দাম বেড়েছে ২৭ পয়সা ও ডিজেলের ১৮ পয়সা৷ কলকাতায় রবিবার পেট্রলের দাম লিটার প্রতি দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭৬ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৫ টাকা ৫৭ পয়সা৷ রাজধানী নয়াদিল্লিতে পেট্রলের দাম হয়েছে ৮১ টাকা ৯১ পয়সা ও ডিজেলের দাম ৭৩ টাকা ৭২ পয়সা৷ বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রলের দাম হয়েছে ৮৯ টাকা ২৯ পয়সা ও ডিজেলের দাম ৭৮ টাকা ২৬ পয়সা৷

The post জ্বালানির দাম বাড়লে আমার কী, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement