shono
Advertisement

অভিষেকের ধরনার মাঝে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, চাপে BJP?

কী কারণে কলকাতায় আসতে পারেন তিনি, তা নিয়ে চলছে জোর জল্পনা।
Posted: 09:20 AM Oct 07, 2023Updated: 09:24 AM Oct 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ নিয়ে জলঘোলার মাঝেই রাজ্যে আসার কথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির। বিজেপি সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর। সেখান থেকে সোজা সেক্টর ফাইভের নতুন ভবনে যেতে পারেন জ্যোতি। সাংবাদিক বৈঠকে নিতে পারেন অংশ। কেন আচমকা রাজ্যে আসছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তা নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে।

Advertisement

চলতি মাসের শুরুতেই ১০০ দিনের কাজে বঞ্চনার অভিযোগ ও বাংলার বকেয়া আদায়ের দাবিতে রাজধানী দিল্লির বুকে লড়াই শুরু করে তৃণমূল। বকেয়া পাওনার দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করার কথা ছিল। তবে শেষমেশ তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা হয়নি। পরিবর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তিনি। শাসক শিবিরের অভিযোগ, শুভেন্দুর ইন্ধনে নাকি তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এই ইস্যুতে এখনও চলছে বিতর্ক।

[আরও পড়ুন: হাই কোর্টের রায় শুনেই জ্ঞান হারালেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী, হতাশ টুম্পাও]

তারই মাঝে সাধ্বী নিরঞ্জন জ্যোতির কলকাতা সফরের সম্ভাবনা। সূত্রের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী রাজ্যে এসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে পারেন। বালুরঘাট থেকে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশে নাকি রওনাও দিয়েছেন তিনি। প্রাপ্য আদায়ের দাবিতে রাজভবনের সামনে ধরনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব। তারই মাঝে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর কলকাতা সফর যে বেশ তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে কি চাপে পড়েই বাংলায় আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, উঠছে প্রশ্ন। 

[আরও পড়ুন: কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড, বেকসুর খালাস ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement