shono
Advertisement

Breaking News

বাড়ছে ইন্দো-বাংলা ওষুধ শিল্প, আশাবাদী সুরেশ প্রভু

ভারতের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফর ঘিরে বাড়তি উত্তেজনা৷ The post বাড়ছে ইন্দো-বাংলা ওষুধ শিল্প, আশাবাদী সুরেশ প্রভু appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Sep 28, 2018Updated: 05:32 PM Sep 28, 2018

সুকুমার সরকার, ঢাকা: ওষুধ শিল্প বাংলাদেশে আরও বড় আকার ধারন করতে পারে৷ এই শিল্পে অগ্রগতি আসন্ন৷ একথা উল্লেখ করে বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলেন বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। বৃহস্পতিবার ঢাকার একথা ঘোষণা করেন ভারতের মন্ত্রী৷

Advertisement

[রোহিঙ্গাদের জন্য আরও ১৩১১ কোটি টাকা সাহায্য যুক্তরাষ্ট্রের]

সেদেশের গাজীপুরের কালিয়াকৈর স্কোয়্যার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে পরিদর্শনে যান সুরেশ প্রভু৷ সেখানেই বাংলাদেশের বাড়তে থাকা ওষুধ শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেন তিনি৷ সুরেশ প্রভু বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প অনেক বড় হচ্ছে। ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে ওষুধ ব্যবসা আরও বাড়াতে হবে৷ শক্তিশালী করতে হবে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক৷ কেমন ভাবে ভারত-বাংলাদেশের ওষুধ শিল্প আরও বাড়ানো যায় সেই বিষয়েও ভাবনা-চিন্তা করার কথাও বলেন তিনি৷ বাংলাদেশ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা, স্কোয়্যার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক তপন চৌধুরি ও গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহা।

[মায়ানমারের বিচার করার অধিকার কারও নেই, হুঁশিয়ারি সেনাপ্রধানের]

কেবল তাই নয়, বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নেরও প্রশংসা করেন ভারতের বাণিজ্যমন্ত্রী৷ তিনি বলেন, ”সব ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আমরা দুই দেশ মুখিয়ে রয়েছি৷ ভারত নতুন কিছু করলে তা দেখে বাংলাদেশ শিখবে৷ আর বাংলাদেশ নতুন কিছু করলে তা দেশে ভারত শিখবে৷” পাশাপাশি দু’দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নততর করতেও জোর দিতে বলেন তিনি৷ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ যে ভাবে উন্নতি সাধন করছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি৷ ভারতের বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বাড়তে থাকা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আশা প্রকাশ করেন সেদেশের বাণিজ্যমন্ত্রীও৷ তিনি বলেন, দু’দেশের মধ্যে যে মতানৈক্য রয়েছে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে৷ হাতেহাত রেখে কাজ করবে ভারত ও বাংলাদেশ৷

The post বাড়ছে ইন্দো-বাংলা ওষুধ শিল্প, আশাবাদী সুরেশ প্রভু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement