সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মুর্শিদাবাদে রেলস্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জ্বালানো হয়েছে ট্রেন। এই ধরনের কাজ করতে চাইলে তাকে দেখামাত্রই গুলি করবে কর্তৃপক্ষ। রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গদি মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন।
সংবাদসংস্থা এএনআই-কে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমি সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং রেল কর্তৃপক্ষকে বলেছি, কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে তাদের দেখামাত্র গুলি করতে হবে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমি এই নির্দেশ দিচ্ছি।” দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের আবহেই এই বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। তিনি আরও বলেন, যেখানে পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের রাজ্যে রেল ব্যাপক ক্ষতির সম্মুখীন, সেখানে এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আবেদন করা সত্ত্বেও মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে আগুন লাগানো হয়। আরপিএফ কর্মীদের উপরেও হামলা চালায় দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: কেরলে মোবাইল চোর সন্দেহে যুবককে রাস্তায় ফেলে মারধর, পোড়ানো হল গোপনাঙ্গ]
রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, “রেলের পরিকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্নতার জন্য প্রায় ১৩ লক্ষ মানুষ দিনরাত কাজ করছেন। অথচ বিরোধীদের মদতে কিছু সমাজবিরোধী দেশে এই ধরনের সমস্যা তৈরি করছে।” বল্লভভাই প্যাটেলের মতো কড়া হাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন তিনি। তাঁর দাবি, মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধী দলগুলি।
তবে রেল প্রতিমন্ত্রীর ফরমানকে ভাল চোখে দেখছেন না বিরোধীরা। CAA বিরোধিতার নামে তাণ্ডবকে সমর্থন না করলেও, গুলি চালানোর ফরমান দেওয়া উচিত নয় বলেই দাবি বিরোধীরা। তবে তা নিয়ে মাথাব্যথা নেই কেন্দ্রীয় মন্ত্রীর। আন্দোলনকে সামাল দিতে নিজের ফরমানেই এককাট্টা তিনি।
The post ‘সরকারি সম্পত্তি নষ্ট করলেই গুলি চালান’, নিদান রেল প্রতিমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.