ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধংস করতে চান রাজ্যপাল। বারবার এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের অন্যান্য মন্ত্রী। সিভি আনন্দ বোসের ‘অন্যায় হস্তক্ষেপ’ প্রতিবাদে রাজভবনের বাইরে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১টায় রাজভবনের সামনে ধরনায় বসতে চলেছে তৃণমূলপন্থী উপাচার্যরা।
জানা গিয়েছে, রাজভবনের নর্থ গেটের বিপরীতে নিঃশব্দ প্রতিবাদে বসবেন তৃণমূলপন্থী উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদরা। তাঁদের অভিযোগ, রাজ্যের উচ্চশিক্ষায় অব্যবস্থা তৈরি করছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয় নিয়ে বিধানসভায় পাশ হওয়া বিলে স্বাক্ষর করছেন না তিনি। রাজ্যের সরকারকে সম্মেন করছেন না। শুধু তাই নয়, ৭ সেপ্টেম্বর রাজ্যপাল প্রচুর মিথ্যা প্রচার করেছেন বলেও দাবি তাদের। এসবের প্রতিবাদে রাজভবনের সামনে নিঃশব্দ ধরনায় বসবে উপাচার্যদের একাংশ।
[আরও পড়ুন: পুজোর আগে বিধায়কদের জন্য সুখবর! একধাক্কায় বেতন বাড়ল ৪০ হাজার টাকা]
জগদীপ ধনকড়ের পর সিভি আনন্দ বোস। ফের রাজ্য-রাজ্যপাল বেনজির সংঘাত। রাজ্যপালের বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে ‘অতিসক্রিয়তা’র অভিযোগে সরব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে রাজভবনের বাইরে ধরনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তাঁর সিদ্ধান্তকে কার্যত স্বাগত জানিয়েছেন রাজ্যপাল। প্রয়োজনে রাজভবনের ভিতরে এসে প্রতিবাদের কথা বলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এই চাপানউতোরের মাঝে ভাঙা ভাঙা বাংলায় বিস্ফোরক দাবি করেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, রাজ্যের পাঁচজন উপাচার্য ইস্তফার আগে জানিয়েছেন তাঁদের মানসিক চাপ দেওয়া হয়েছে। এমনকী পেয়েছেন খুনের হুমকিও।