shono
Advertisement

Unlock 5’এর নির্দেশিকা শীঘ্রই জারি করবে কেন্দ্র, কী কী ছাড় মিলতে পারে উৎসবের মরশুমে?

১ অক্টোবর থেকে কার্যকর হবে নয়া নির্দেশিকা। The post Unlock 5’এর নির্দেশিকা শীঘ্রই জারি করবে কেন্দ্র, কী কী ছাড় মিলতে পারে উৎসবের মরশুমে? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:18 PM Sep 28, 2020Updated: 02:35 PM Sep 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকে হারাতে দীর্ঘ পাঁচ-ছ’মাস ঘরবন্দি দেশবাসী। তবে আনলকের বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ। সামনেই আবার দেশজুড়ে উৎসবের মরশুম। তার আগে আনলকের পঞ্চম পর্যায়ের (Unlock 5.0) নির্দেশিকা জারি করবে কেন্দ্র সরকার। তাতে কী কী ছাড় মিলতে পারে, সেই আলোচনাতেও এখন মুখর সকলে।

Advertisement

আনলকের বিভিন্ন পর্যায়ে শর্তসাপেক্ষে একাধিক ছাড়ের ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রায় সমস্ত রকম অর্থনৈতিক কার্যকলাপে ছাড় দিয়েছে কেন্দ্র। তবে এখনও আংশিক বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। ঝাঁপ বন্ধ সিনেমা হলেরও। চাকা গড়ায়নি লোকাল ট্রেনের। তবে কিছুু স্পেশ্যাল ট্রেন চলছে। আনলকের পঞ্চম পর্যায়ে কি গড়াবে লোকাল ট্রেনে চাকা? প্রশ্ন সকলের মনেই।

[আরও পড়ুন ; কৃষি আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ, বিক্ষোভের আঁচ দিল্লির ইন্ডিয়া গেটেও]

৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে আনলকের চতুর্থ পর্যায়। ১ অক্টোবর থেকে আনলকের পঞ্চম পর্যায় শুরু হতে চলেছে।  কী কী ক্ষেত্র একটু শিথিল হতে পারে, তার আগাম একঝলক – 

অর্থনৈতিক কার্যকলাপ: চারটি পর্যায়ে দেশজুড়ে শিল্পোৎপাদন, বিকিকিনি সবেতেই ছাড় মিলেছে। খুলে গিয়েছে শপিং মল, জিম , রেস্তরাঁ। সূত্রের খবর, অর্থনৈতিক ক্ষেত্রে কোনও বাধা রাখতে চাইছে না কেন্দ্র। রাজ্যগুলিকেও এনিয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকী, রাজ্যগুলিকে ২৪ ঘণ্টার লকডাউনের ফলাফল মূল্যায়ণের নির্দেশ দিয়েছেন তিনি। বদলে ‘মাইক্রো কনটেনমেন্ট জোনের’ উপর জোর দিতে বলেছেন। 

সিনেমা হল: পঞ্চম পর্যায়ে সিনেমা হল খোলা হবে কি না, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। ২১ সেপ্টেম্বর থেকে মুক্তমঞ্চগুলি চালু হয়েছে। বাংলায় ১ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে সিনেমা হল চালুর অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রও সেই পথে হাঁটবে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, নিউ নর্মালে সিনেমা হলের আসন সজ্জা কেমন হবে, তা নিয়েও নীল নকশা কেন্দ্রের কাছে জমা পড়েছে।

[আরও পড়ুন ; দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার কমলেও স্বস্তি নেই দেশের করোনা গ্রাফে, মোট আক্রান্ত পেরল ৬০ লক্ষ]

পর্যটনস্থল: করোনা পরিস্থিতি আর লকডাউনের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পর্যটন ক্ষেত্রে। চতুর্থ পর্বে নিয়ম মেনে পর্যটনস্থলগুলি খোলার অনুমতি মিলেছে। তবে এখনও বেশ কিছু পর্যটনস্থল বন্ধ রয়েছে। উৎসবের মরশুমে তার দ্বার সম্পূর্ণ উন্মুক্ত করার অনুমতি মিলতে পারে পঞ্চম পর্যায়ের আনলকের নির্দেশিকায়। 

শিক্ষা প্রতিষ্ঠান: মুখোমুখি ক্লাস নয়, আরও কয়েক সপ্তাহ অনলাইনেই চলবে ক্লাস। বিশেষত কলেজ, বিশ্ববিদল্যায়ে তা চলবে বলে সূত্রের খবর। প্রাথমিকের ক্লাস বন্ধ থাকবেই বলে দাবি সূত্রের। 

লোকাল ট্রেন: ভারতীয় রেল সূত্রে খবর, সামাজিক দূরত্ব মেনে লোকাল ট্রেন চালাতে আগ্রহী মন্ত্রক। সেই অনুযায়ী ব্যবস্থাপনায় করছে তাঁরা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য ও কেন্দ্র সরকার। 

The post Unlock 5’এর নির্দেশিকা শীঘ্রই জারি করবে কেন্দ্র, কী কী ছাড় মিলতে পারে উৎসবের মরশুমে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement