shono
Advertisement

Breaking News

স্তনের উপর ছড়িয়ে পড়ল সাদা আঠা, এবার আর পোশাক নয়, অন্য ভিডিও শেয়ার করলেন উরফি!

ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় হইচই।
Posted: 09:31 PM Jun 29, 2023Updated: 09:31 PM Jun 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবতেই চমক দেন সোশ্য়াল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ। কখনও পিৎজার পোশাক, কখনও স্তনের উপর লাল শিং। কখনও আবার উলটো করেই পরে ফেলেন প্যান্ট-জামা। আর এবার উরফি যে ভিডিও শেয়ার করলেন, তাতেই ফাঁস উরফির সব কাণ্ড!

Advertisement

উরফির আজব আজব পোশাক কীভাবে তৈরি হয়, তা জানার জন্য মুখিয়ে ছিল তাঁর অনুরাগীরা। সেটা কিছুটা টের পেয়েছিলেন উরফিও। আর তাই তো, কোনও কিছুই আর গোপন রাখলেন না উরফি। একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দিলেন, কোন উপায়ে আজব আজব ফ্যাশন করেন তিনি।

[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]

উরফি যে ভিডিওটি শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে উরফির অনাবৃত স্তনের উপর সাদা আঠা ঢালা হচ্ছে। সেই আঠার সঙ্গেই মেশানে রয়েছে প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার প্যারিস দিয়েই তৈরি হচ্ছে উরফির নতুন পোশাক। সেই নতুন পোশাকেই চমক দেবেন উরফি।

যতই বিতর্ক উঠুক কেন, উরফি জাভেদ কিন্তু মুখে কুলুপ আঁটবেনই না। এতদিন নয়, আজব ফ্য়াশনেই নজর কাড়ছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ উরফি যা বলছেন, যা করছেন, তা নিয়ে শোরগোল লেগেই রয়েছে। এই যেমন সম্প্রতি উরফি তাঁর অনুরাগীদের সঙ্গম নিয়ে নানা টিপস দিলেন। যা শুনে নেটিজেনরা একেবারে হতবাক!

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

[আরও পড়ুন: দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement