সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের এনকাউন্টারে (Encounter) নিকেশ হল এক কুখ্যাত অপরাধী। মঙ্গলবার কাকভোরে মহম্মদ গুফরান নামে ওই অপরাধীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, খুন-সহ মোট ১৩টি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার মাথার দাম ধার্য করা হয় ১.২৫ লক্ষ টাকা। তবে মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুফরানের মৃত্যু হয়।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটা থেকে গুফরানের (Mohammad Gufran) ডেরায় তল্লাশি শুরু করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। কৌশাম্বি জেলার ওই ডেরায় পুলিশি হানা টের পেয়েই গুলি ছুঁড়তে শুরু করে কুখ্যাত অপরাধী। পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোরও চেষ্টা করে। বাধ্য হয়েই পালটা গুলি চালায় পুলিশ।
[আরও পড়ুন: মারকুটে মহিলাদের সামনে অসহায় সেনা! মণিপুরে দাঙ্গাবাজদের ঢাল প্রমীলা বাহিনী]
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে প্রতাপগড় ও সুলতানপুর এলাকায় দাপট ছিল এই অপরাধীর। খুন, খুনের চেষ্টা, লুটপাট-সহ মোট ১৩টি অপরাধের মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। মহম্মদ গুফরানকে ধরতে ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে প্রয়াগরাজ পুলিশ। তারপরে অতিরিক্ত ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা হয় সুলতানপুর পুলিশের তরফেও। অবশেষে পুলিশের গুলিতে নিকেশ হল সন্ত্রাসের অপর নাম গুফরান। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উত্তরপ্রদেশে এনকাউন্টারের সংখ্যা লাফিয়ে বেড়েছে। যদিও এহেন কাজের জন্য তীব্র বিরোধিতার মুখে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ।