shono
Advertisement

Breaking News

BJP

বিজেপিকে সমর্থনের 'শাস্তি'! খাস উত্তরপ্রদেশে খুন দলিত তরুণী

খুনের অভিযোগ উঠেছে সমাজবাদী পার্টির কর্মীদের বিরুদ্ধে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:04 PM Nov 20, 2024Updated: 08:10 PM Nov 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিকে সমর্থন করায় খুন হয়েছেন দলিত মহিলা! চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। বুধবার সকালে করহল থেকে এক মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। তার পরেই মৃতার পরিবারের অভিযোগ, বিজেপিকে সমর্থন করতেন বলেই নাকি খুন করা হয়েছে ওই মহিলাকে।

Advertisement

বুধবার উত্তরপ্রদেশের করহলে উপনির্বাচন ছিল। মৃতার বাবার অভিযোগ, তিনদিন আগে তাঁদের বাড়িতে গিয়েছিল প্রশান্ত যাদব নামে সমাজবাদী পার্টির এক কর্মী। মৃতাকে সে প্রশ্ন করে, উপনির্বাচনে কাকে ভোট দেবেন? উত্তরে মৃতা জানান, গেরুয়া শিবিরে ভোট দেবেন তিনি। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছে তাঁর পরিবার। সেই শুনে প্রশান্ত মৃতাকে হুমকি দেয়। সাফ জানিয়ে দেয়, উপনির্বাচনে সপাকেই ভোট দিতে হবে।

নির্বাচনের সকালেই ২৩ বছর বয়সি ওই দলিত মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। সেখান থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উত্তরপ্রদেশে বিজেপির প্রধান ভূপেন্দ্র সিং চৌধুরি এক্স হ্যান্ডেলে লেখেন, "মইনপুরী জেলার করহলে প্রশান্ত যাদব ও তার সঙ্গীরা এক দলিত কন্যাকে নৃশংসভাবে খুন করেছে। কারণ তিনি সপাকে ভোট দিতে রাজি হননি।" যদিও ওই কেন্দ্রের সপা প্রার্থী তেজ প্রতাপ যাদব বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে সাজা দেওয়া হবে। সপা মুখপাত্র রাজেন্দ্র চৌধুরি বলেন, "এইভাবে সপার মুখ পোড়াতে চাইছে বিজেপি। এমনটা ওরা মাঝে মাঝেই করে থাকে।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশান্তকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে মোহন কাথেরিয়া নামেও এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে দুই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মইনপুরী জেলার পুলিশ প্রধান বিনোদ কুমার। উল্লেখ্য, বুধবার উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। তার মধ্যেই অন্যতম করহল। এই কেন্দ্রে বিধায়ক ছিলেন সপা প্রধান অখিলেশ যাদব। তিনি সাংসদ হয়ে গিয়েছেন চলতি বছরেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার উত্তরপ্রদেশের করহলে উপনির্বাচন ছিল। মৃতার বাবার অভিযোগ, তিনদিন আগে তাঁদের বাড়িতে গিয়েছিল প্রশান্ত যাদব নামে সমাজবাদী পার্টির এক কর্মী।
  • নির্বাচনের সকালেই ২৩ বছর বয়সি ওই দলিত মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। সেখান থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
  • বুধবার উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। তার মধ্যেই অন্যতম করহল।
Advertisement