shono
Advertisement

মমতাকে কুম্ভে আমন্ত্রণ জানাতে রাজ্যে যোগীর দূত

আমন্ত্রণ জানালেন রাজ্যপাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়কেও৷ The post মমতাকে কুম্ভে আমন্ত্রণ জানাতে রাজ্যে যোগীর দূত appeared first on Sangbad Pratidin.
Posted: 05:05 PM Jan 04, 2019Updated: 05:05 PM Jan 04, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ‘বিরোধিতা ও সৌজন্যবোধ’ এই দুই মিলেই রাজনীতি৷ মতাদর্শগত বিরোধিতা থাকতেই পারে কিন্তু, তার মানে এ নয় যে সৌজন্য থাকবে না৷ ঠিক সেকারণেই রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুম্ভমেলায় ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গেলেন উত্তরপ্রদেশের মন্ত্রী পি সিং বাঘেল৷ যোগীর মন্ত্রিসভার এই সদস্য আহ্বান করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও৷

Advertisement

[নারকেলডাঙায় লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ৪ ]

শুক্রবার একদিনের জন্য এরাজ্যে আসেন বাঘেল৷ তিনি জানান, সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দূত হিসাবে পশ্চিমবঙ্গে এসেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ করে ফিরে যাবেন৷ সূত্রের খবর, ব্যক্তিগত আলোচনায় কুম্ভমেলার সঙ্গে এরাজ্যের গঙ্গাসাগর মেলার তুলনাও টানেন যোগীর এই দূত৷ গঙ্গাসাগর মেলাকে কুম্ভমেলার মতো অগ্রাধিকারের দাবিতে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, গঙ্গাসাগর মেলায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। এমনকী, তাজপুর বন্দরের ৭৪ শতাংশ স্বত্ত্বও কেন্দ্রকে ছেড়ে দিয়েছিল রাজ্য সরকার৷ কিন্তু চার বছর অতিক্রান্ত হয়ে গেলও, এখনও সেতু নির্মাণের বিষয়ে কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র৷

[অতিরিক্ত ট্রিপেই বাড়ছে বিপত্তি, আতঙ্কের ছায়া মেট্রোযাত্রায়]

চলতি বছর ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভমেলা৷ চলবে ৪ মার্চ পর্যন্ত। মেলা অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ৷ প্রথা অনুযায়ী, পৌষ পূর্ণিমাতে ভোরবেলায় গঙ্গাস্নান করলে মোক্ষলাভ হয়৷ চলতি বছর ২১ জানুয়ারিতে পড়েছে সেইদিন। এদিন আকাশে পূর্ণচন্দ্র দেখা যাবে৷ ফলে এদিন সমস্ত শুভ কাজ শুরু করা যায়।

The post মমতাকে কুম্ভে আমন্ত্রণ জানাতে রাজ্যে যোগীর দূত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement