রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ‘বিরোধিতা ও সৌজন্যবোধ’ এই দুই মিলেই রাজনীতি৷ মতাদর্শগত বিরোধিতা থাকতেই পারে কিন্তু, তার মানে এ নয় যে সৌজন্য থাকবে না৷ ঠিক সেকারণেই রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুম্ভমেলায় ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গেলেন উত্তরপ্রদেশের মন্ত্রী পি সিং বাঘেল৷ যোগীর মন্ত্রিসভার এই সদস্য আহ্বান করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও৷
[নারকেলডাঙায় লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ৪ ]
শুক্রবার একদিনের জন্য এরাজ্যে আসেন বাঘেল৷ তিনি জানান, সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দূত হিসাবে পশ্চিমবঙ্গে এসেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ করে ফিরে যাবেন৷ সূত্রের খবর, ব্যক্তিগত আলোচনায় কুম্ভমেলার সঙ্গে এরাজ্যের গঙ্গাসাগর মেলার তুলনাও টানেন যোগীর এই দূত৷ গঙ্গাসাগর মেলাকে কুম্ভমেলার মতো অগ্রাধিকারের দাবিতে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, গঙ্গাসাগর মেলায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। এমনকী, তাজপুর বন্দরের ৭৪ শতাংশ স্বত্ত্বও কেন্দ্রকে ছেড়ে দিয়েছিল রাজ্য সরকার৷ কিন্তু চার বছর অতিক্রান্ত হয়ে গেলও, এখনও সেতু নির্মাণের বিষয়ে কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র৷
[অতিরিক্ত ট্রিপেই বাড়ছে বিপত্তি, আতঙ্কের ছায়া মেট্রোযাত্রায়]
চলতি বছর ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভমেলা৷ চলবে ৪ মার্চ পর্যন্ত। মেলা অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ৷ প্রথা অনুযায়ী, পৌষ পূর্ণিমাতে ভোরবেলায় গঙ্গাস্নান করলে মোক্ষলাভ হয়৷ চলতি বছর ২১ জানুয়ারিতে পড়েছে সেইদিন। এদিন আকাশে পূর্ণচন্দ্র দেখা যাবে৷ ফলে এদিন সমস্ত শুভ কাজ শুরু করা যায়।
The post মমতাকে কুম্ভে আমন্ত্রণ জানাতে রাজ্যে যোগীর দূত appeared first on Sangbad Pratidin.