shono
Advertisement

যোগীরাজ্যে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ! গ্রেপ্তারির ভয়ে আত্মহত্যা এক অভিযুক্তের

এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Posted: 11:43 AM Sep 07, 2023Updated: 11:43 AM Sep 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যোগীরাজ্যে নাবালিকাকে গণধর্ষণ! ১৫ বছরের নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণে অভিযুক্ত তিন যুবক। বুধবার এই ঘটনার কথা জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police)। তদন্তকারীদের দাবি, ঘটনার পর গ্রেপ্তারির ভয়ে আত্মঘাতী হয়েছেন এক অভিযুক্ত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আগ্রায় (Agra)। গত সোমবার বাবার দোকান থেকে ফেরার সময় কিশোরীকে অপহরণ করে অভিযুক্তরা। বাইক চালক এক অভিযুক্ত পথ আটকায় নাবালিকার। এর পর একটি অটোরিক্সায় টেনে তোলা হয় তাঁকে। পর দিন মঙ্গলবার নাবালিকাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় ইট ভাটার কেয়ারটেকার। কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।

[আরও পড়ুন: ‘এক দেশ, এক নির্বাচন’ পরিকল্পনায় গতি আনতে বৈঠক! কোবিন্দের বাসভবনে শাহ]

তদন্তে নেমে তিন অভিযুক্ত রুপেশ, কারুয়া এবং জগদিশের (বয়স ১৮ থেক ২০ বছরের মধ্যে) বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। অভিযুক্তরা শামশাবাদের একটি গ্রামের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, তরুণীকে অটোতে তুলে গ্রামেরই একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্তরা ধর্ষণ করেন। পর দিন তাকে রাস্তার পাশে ফেলে চলে যায় তাঁরা। ডিসিপি সোমেন্দ্র মিনা জানিয়েছেন, অটো চালক রুপেশকে গ্রেপ্তার করা হয়েছে। কারুয়া পলাতক। অন্যদিকে গ্রেপ্তারির ভয়ে আত্মঘাতী হয়েছেন জগদিশ। কিশোরীর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। জগদিশের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: ‘তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ’, মুসলিম মহিলার দাবি মেনে মন্তব্য সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement