shono
Advertisement

Breaking News

‘হেলমেট না পরলে গুলি করব’, যোগীর রাজ্যে পুলিশের নৃশংসতার ভিডিও প্রকাশ্যে

বাদাউনে এভাবেই পথচলতি মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ The post ‘হেলমেট না পরলে গুলি করব’, যোগীর রাজ্যে পুলিশের নৃশংসতার ভিডিও প্রকাশ্যে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:34 PM Jun 24, 2019Updated: 09:34 PM Jun 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের দাপট কাকে বলে, উত্তরপ্রদেশ আগেই দেখিয়ে দিয়েছে৷ যোগীর রাজ্যের আইনরক্ষকদের আরও এক নৃশংসতা সামনে এল৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, হেলমেটহীন এক যুবককে নিয়মের পাঠ দিতে গিয়ে একেবারে বন্দুক নিয়ে তাক করেছেন কর্তব্যরত পুলিশ৷ আচরণ এমন, যেন কোনও দুঁদে গুন্ডাকে পাকড়াও করেছেন৷ ওই মুহূর্তেই তাকে গুলিতে খতম করে ফেলবেন৷

Advertisement

[আরও পড়ুন : ‘জয় শ্রীরাম’ উচ্চারণে চাপ দেওয়া কি মুসলমান-বিদ্বেষ? প্রশ্ন তুললেন তসলিমা]

ঘটনা উত্তরপ্রদেশের বাদাউন জেলার ওয়াজিরগঞ্জের৷ এই ফাঁড়ির কাছের রাস্তা দিয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন এক আরোহী৷ তাঁর মাথায় হেলমেট ছিল না৷ ফলে তাঁর বাইকটি দাঁড় করায় আউটপোস্টের ওসি রাহুল কুমরা শিশোদিয়া৷ কিন্তু তারপর যে আচরণ করা হল, তা দেখে তাজ্জব বনে যেতে হয়৷ ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাতে বন্দুক নিয়ে ওই যুবকের দিকে তাক করে রয়েছেন ওসি৷ বলছেন, ‘হ্যান্ডস আপ’৷ এখানেই থেমে নেই তাঁর আস্ফালন৷ ওসি রাহুল শিশোদিয়া আরও বলছে, ‘যদি হাত নিচে নামাও, তাহলে আমি গুলি চালাব৷ তখন যেন কেউ না বলে, পুলিশ গুলি চালিয়েছে৷ হেলমেটটা পরো, নাহলেই আমি গুলি চালিয়ে দেব৷’ এমন হুঁশিয়ারি শুনে স্বভাবতই কেঁপে গিয়েছেন ওই যুবক৷

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওয়াজিরগঞ্জ ফাঁড়ি থেকে রোজ রুটিন তল্লাশির নামে এভাবেই পথচলতি সাধারণ মানুষজনকে হেনস্তা করা হয়, ভয় দেখানো হয়৷ ওসি যে ধরনের আচরণ করছেন, তা সাধারণত কোনও কুখ্যাত দুষ্কৃতী, বড় অপরাধীদের সঙ্গে করা হয়৷ নিরীহ মানুষের সঙ্গে এমন আচরণ করাই যায় না৷ এই আচরণ নিয়ে বিরক্ত এলাকাবাসীও৷ ব্যবসায়ী রাহুল কুমার আগরওয়াল বলছেন, ‘ধরুন, আপনি গাড়ি চালাচ্ছেন৷ দেখলেন, বন্দুক হাতে পুলিশ এসে আপনাকে থামাচ্ছে৷ এবং তারপর একেবারে জঘন্য ব্যবহার করছে৷ মহিলাদেরও ছাড়ছে না৷ আমাদের খুব অপমানিত হতে হচ্ছে৷’

[আরও পড়ুন : ‘মোদি বাবা পার করেগা-ই মন্ত্র বিজেপি সাংসদদের’, লোকসভায় তীব্র আক্রমণ অধীরের]

পুলিশ অবশ্য বলছে অন্য কথা৷ নিজেদের কৃতকর্মের পক্ষে তাঁদের সাফাই, ‘বাদাউন অত্যন্ত অপরাধপ্রবণ এলাকা৷তাই আমরা এভাবেই তল্লাশি করি৷’ বাদাউনের এসএসপি অশোক কুমার ত্রিপাঠির কথায়, এটা ‘ট্যাকটিকাল টেকনিক৷’ অপরাধীদের একেবারে নরমেগরমে শায়েস্তা করার কৌশল মাত্র৷ যাতে কোনওভাবেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে না পারে৷ অনেক পুলিশকর্মীর আবারও এও অভিযোগ, একসময়ে পথচলতি মানুষ নাকি তাঁদের দেখলে তেড়ে যেতেন, হামলাও করতেন৷ সেসব থেকে বাঁচতেই এখন পালটা এমন ভীতি প্রদর্শনের পথ নিয়েছে পুলিশ৷ কিন্তু সমাজকর্মীরা বলছেন, আইনরক্ষকদের তো প্রাথমিক কর্তব্য, সহনাগরিকদের নিরাপত্তা প্রদান৷ তাঁদের ভয় দেখানো বা অন্যায়ভাবে হেনস্তা করা তো অপরাধ৷ আইনরক্ষকদের এই অপরাধের বিচার করবে কে?

The post ‘হেলমেট না পরলে গুলি করব’, যোগীর রাজ্যে পুলিশের নৃশংসতার ভিডিও প্রকাশ্যে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement