shono
Advertisement

Breaking News

হিন্দু সহপাঠীকে চড় মারার নির্দেশ মুসলিম পড়ুয়াকে! গ্রেপ্তার যোগীরাজ্যের শিক্ষিকা

আগস্টে এক মুসলিম পড়ুয়াকে শাস্তি দিতে গিয়ে একই নির্দেশ দিয়েছিলেন আর এক শিক্ষিকা।
Posted: 09:01 AM Sep 29, 2023Updated: 09:01 AM Sep 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসের কথা। এক মুসলিম পড়ুয়াকে শাস্তি দিতে ক্লাসের সহপাঠীদের তাকে মারধর করার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক স্কুল শিক্ষিকা। এবার উলটো দৃশ্য দেখা গেল সেই যোগীরাজ্যেই। মুজফফরনগরের এক স্কুল শিক্ষিকা এক মুসলিম পড়ুয়াকে নির্দেশ দিলেন হিন্দু সহপাঠীকে চড় মারার। অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সাসপেন্ডও করা হয়েছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? গত ২৬ সেপ্টেম্বর পঞ্চম শ্রেণির এক পড়ুয়া শিক্ষকের করা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারেনি। এরপরই তিনি রেগে গিয়ে সেই হিন্দু ছাত্রকে চড় মারার নির্দেশ দেন ক্লাসেরই এক মুসলিম পড়ুয়াকে। ঘটনার পরে অবসাদে ভুগতে শুরু করে ওই নিগৃহীত পড়ুয়া। দেখা যায় নিজেকে ঘরবন্দি করে রাখছে সে। পরে তার বাবা তাকে জিজ্ঞাসাবাদ করলে ১১ বছরের ছেলেটি সব খুলে বলে। এরপরই বৃহস্পতিবার ছাত্রটির বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই শিক্ষিকাকে। স্কুল কর্তৃপক্ষও তাঁকে সাসপেন্ড করেছে।

[আরও পড়ুন: ‘নেহরু নন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি’, জনসভায় কংগ্রেসকে খোঁচা বিজেপি বিধায়কের]

গত মাসের ঘটনাটিও ঘটেছিল মুজফফরনগরেরই এক বেসরকারি স্কুলে। নামতা বলতে পারেনি এক মুসলিম পড়ুয়া। ক্লাসের শিক্ষিকা নির্দেশ দেন, সহপাঠীরাই ওই পড়ুয়াকে মারধর করবে। ছড়িয়ে পড়ে সেই ভিডিও। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

[আরও পড়ুন: Dengue in Kolkata: বিধাননগরে ডেঙ্গুর বলি আরও ১, হাসপাতালে ভরতির পরের দিনই মৃত্যু প্রৌঢ়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement