সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে তীব্র শোকের ছায়া উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলমোরা জেলায়। ক্রিকেট খেলার মাঠেই চিরঘুমে দশম শ্রেণির এক ছাত্র। খেলা শেষে জল খাওয়ার পরেই জ্ঞান হারায় ১৭ বছরের কিশোর। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে নাবালকের। আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়ল কেন কিশোর?
শনিবার সকলেই ঘটেছে মর্মান্তিক ঘটনা। হাসানপুরের কায়াস্তানে বাড়ি দশম শ্রেণির ছাত্র প্রিন্স সাইনির। শীতের সকালে স্থানীয় ময়দানে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল সে। আর ঘরে ফেরা হল না তার। মৃত কিশোরের সঙ্গীদের দাবি, খেলার পরেই ঠান্ডা জল খেয়েছিল প্রিন্স। এর পরেই সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে গিয়েছিল সে। প্রিন্সের বাড়িতে খবর দেয় খেলার মাঠের সঙ্গীরা। অন্যদিকে তড়িঘড়ি হাসাপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরকে। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে কিশোরের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রিন্সের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা-মা কারও বিরুদ্ধে অভিযোগ করেননি।
[আরও পড়ুন: ইনস্টাগ্রাম বন্ধুই ‘ভিলেন’! কিশোরীকে অপহরণ করে মাসের পর মাস ধর্ষণ, ধর্মান্তকরণের চেষ্টা!]
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুর ঘটনা বাড়ছে। কম বয়সি, স্বাস্থ্যবান যুবকরাও হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন। নাচতে নাচতে, জিম ঘাম ঝরানোর সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেকে। চিকিৎসকদের একাংশের দাবি, ভিলেন আসলে কোভিড। মারণ ভাইরাসের নয়া উপরূপ JN.1 নিয়েও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এই সাবভ্যারিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী! হতে পারে স্ট্রোকও!