সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে সুন্দর৷ এই ছিল তাঁর অপরাধ৷ এর জন্যই নিত্য গঞ্জনা শুনতে হত৷ বাইরের লোকজনের সঙ্গে কথা বলা তো বন্ধ হয়েই গিয়েছিল, ভুল করেও যদি তাঁকে দেখে কেউ প্রশংসা করে ফেলতেন, তাহলেই সইতে হত অপমান৷ আর এই অপমান সইতে হত নিজের স্বামীর কাছেই৷
দিনের পর দিনের এই অপমান সইতে না পেরে শেষে আগুন দিয়ে নিজের মুখই পুড়িয়ে দিলেন রেখা লোধি৷ তিরিশ বছরের এই যুবতীর সঙ্গে কয়েক বছর আগেই বিয়ে হয়েছিল উত্তর প্রদেশের ফিলিবিত এলাকার নির্মল কুমারের৷ অভিযোগ, সুন্দরী স্ত্রী পেয়ে প্রথমে খুশি হয়েছিলেন বটে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হিনমন্যতায় ভুগতে থাকেন নির্মল৷ সেই জন্য দিনরাত স্ত্রীকে কথা শোনাতেন তিনি৷ এমনকী তাঁর অভিযোগ, শ্বশুরমশাইও সায় দিতেন এই মানসিক অত্যাচারে৷
শুধুমাত্র সুন্দর হওয়ার অপরাধে দীর্ঘদিনের এই অত্যাচার সইতে না পেরে নিজের মুখেই আগুন লাগিয়ে দেন রেখা৷ আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ মুখের ২০ থেকে ২৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর৷ তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷ অবশ্য এত কিছুর পরও নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে নারাজ যুবতী৷
The post স্বামীর গঞ্জনায় বিরক্ত, নিজের মুখ পোড়াল যুবতী appeared first on Sangbad Pratidin.