shono
Advertisement

এনডিএ ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন কুশওয়াহা, বিহারে চূড়ান্ত আসন রফা!

রামবিলাস পাসোয়ানকেও আমন্ত্রণ বিরোধীদের। The post এনডিএ ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন কুশওয়াহা, বিহারে চূড়ান্ত আসন রফা! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Dec 20, 2018Updated: 05:18 PM Dec 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএ ছেড়েছিলেন কয়েক দিন আগেই। এবার সরকারিভাবে ইউপিএ শিবিরে যোগ দিলেন বিহারের দলিত নেতা উপেন্দ্র কুশওয়াহা। রবিবার দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর মহাজোটে যোগদানের কথা ঘোষণা করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব, প্রাক্তন জেডিইউ নেতা শরদ যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মানঝি। সূত্রের খবর, এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের আসন সমঝোতা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।

Advertisement

 

[উত্তরপ্রদেশে কংগ্রেসকে ছাড়াই আসন রফা চূড়ান্ত সপা-বসপার!]

একদিকে জোটসঙ্গী নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি। বিহারে বিজেপির দ্বিতীয় জোটসঙ্গী এবং এনডিএ জোটের তৃতীয় শরিক রামবিলাস পাসোয়ানও এখন গাইছেন উলটো সুর। পাসোয়ানের দাবি লোকসভায় তাদের জন্য ছাড়তে হবে ৬টি আসন। শুধু তাই নয়, রাজ্যসভাতেও মনোনীত করতে হবে লোক জনশক্তি পার্টির একজন প্রতিনিধিকে। কিন্তু ছোট শরিকের এই দাবি মানতে নারাজ বিজেপি। যে কারণে এই দ্বন্দ্ব চরমে। এরই মধ্যে খুশির খবর বিরোধী শিবিরে। কদিন আগেই এনডিএ ছেড়েছিলেন রাষ্ট্রীয় লোক সমতা পার্টির নেতা উপেন্দ্র কুশওয়াহা। এবার ইউপিএতে যোগ দিলেন তিনি। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রের দপ্তরে তাঁর ইউপিএতে যোগদানের কথা ঘোষণা করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। তিনি বলেন, “আমরা খুশি যে কুশওয়াহা আমাদের জোটে শামিল হয়েছেন। আমরা বিহারে আরও শক্তিশালী হব।”

[‘সাংবাদিকদের সামনে অন্তত কথা বলতাম’, মোদিকে তোপ মনমোহনের]

সূত্রের খবর, বিহারে আসন রফাও মোটামুটি আলোচনা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, আরজেডি ১৮-২২টি আসনে লড়বে। কংগ্রেস লড়বে ৮-১২টি আসনে। বাকি আসনগুলি কুশওয়াহা, মানঝি এবং শরদ যাদবের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তবে, এ নিয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। বিহারে কংগ্রেসের পর্যবেক্ষক শক্তিসিন গোহিল জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আমাদের কোনও সমস্যা হবে না। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই আসন রফার ব্যাপারটা মিটিয়ে নেব। এদিকে, বিজেপির আচরণে অখুশি পাসোয়ানকে বিরোধী শিবিরে আমন্ত্রণ জানিয়েছেন তেজস্বী যাদব। ইতিমধ্যেই চিরাগ পাসোয়ানের সঙ্গে কথাও বলেছেন তিনি।

The post এনডিএ ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন কুশওয়াহা, বিহারে চূড়ান্ত আসন রফা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement