সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিয়োগের দাবিতে রাজপথে চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার করুণাময়ীতে বিক্ষোভ শুরু করে উচ্চ প্রাথমিকের নিয়োগপ্রার্থীরা। এদিকে আচার্য ভবন এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। সেখানে জমায়েত, বিক্ষোভ অবৈধ। তাই নিয়ম মেনে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সেই সময় দু’পক্ষের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ১৫০ জন চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে বলে খবর।
এদিন ইন্টারভিউয়ের দাবিতে মিছিল করে সেক্টর ফাইভ থেকে করুণাময়ীর দিকে আসছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আচার্য ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। স্লোগানও দিতে থাকে তারা। এদিকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা রয়েছে বলে জানায় পুলিশ। তাই ওই এলাকায় বিক্ষোভ করা যায় না, বলে স্পষ্ট করে দেওয়া হয়। শুরু হয় মাইকিং। তারপরেও এলাকা ছাড়তে রাজি ছিলেন না বিক্ষোভকারীরা। এরপর জোর করে তাঁদের সরাতে গেলে রণক্ষেত্র বেঁধে যায়।
[আরও পড়ুন: ধর্মনিরপেক্ষতার থিমে বাগদেবীর আরাধনা প্রেসিডেন্সিতে, পুরোহিতের আসনে প্রাক্তন ছাত্রী]
এলাকা খালি করতে টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের বাসে তোলা হয়। সেই সময় বহু চাকরিপ্রার্থী রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। মহিলাদের হাতের শাখাপলা ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আচার্য ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকজন বিক্ষোভকারী। জানা গিয়েছে,ইতিমধ্যে ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এলাকা ফাঁকা করা হলেও এখনও মাইকিং চলছে। সবমিলিয়ে এদিন চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সল্টলেকের রাস্তা।
চাকরিপ্রার্থীদের প্রশ্ন, “আমরা কি চোর? আমাদের সঙ্গে কেন এমন আচরণ করা হচ্ছে?” পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা।