shono
Advertisement

দিল্লির রাস্তায় হেনস্তার শিকার উরফি জাভেদ! মালপত্র নিয়ে চম্পট দিল মদ্যপ ক্যাব ড্রাইভার

গোটা ঘটনার জন্য উরফির কাছে ক্ষমা চেয়েছে অ্যাপক্যাব সংস্থা।
Posted: 05:07 PM Feb 22, 2023Updated: 06:23 PM Feb 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন সোশ্য়াল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। দিল্লির রাস্তায় এক মদ্য়প গাড়ি চালকের হাতে হেনস্তার শিকার হলেন উরফি। সেই ঘটনার কথা টুইট করে জানালেন তিনি।

Advertisement

টুইটে উরফি লিখলেন, ‘৬ ঘণ্টার জন্য গাড়ি বুক করেছিলাম। বিমানবন্দরে যাওয়ার রাস্তায় খাবার খাওয়ার জন্য গাড়ি থেকে নামতেই মালপত্র নিয়ে চম্পট দেয় গাড়ি চালক। উর্ফির কথায়, আমার এক বন্ধু গাড়ির চালককে ফোন করে কড়া ভাষায় কথা বললে তিনি ১ ঘণ্টা পর ফিরে আসেন। তবে তখন ওই চালক সম্পূর্ণ রূপে মাতাল। ঠিকমত হাঁটতেই পারছিলেন না। এই প্রথম আমার সঙ্গে এমনটা ঘটল। খুবই ভয় পেয়েছি।’

[আরও পড়ুন: ফের বলিউডে বিয়ের সানাই, এবার সাত পাকে বাঁধা পড়ছেন তাপসী পান্নু! পাত্রটি কে? ]

সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা লিখে অ্য়াপক্যাব সংস্থা উবেরকে অভিযোগও করেন উরফি। উরফির অভিযোগের পর উবার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। জানানো হয়েছে অ্যালকোহল কিংবা কোনও মাদক খেয়ে গাড়ি চালানোকে আমরা সমর্থন করি না। গোটা ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

[আরও পড়ুন: ‘আই অ্যাম সরি’, কলকাতার অনুষ্ঠানের পরই ফেসবুকে লিখলেন অরিজিৎ সিং, কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement