সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলুলয়েডে দেশাত্মবোধকে উসকে দিয়ে বক্স অফিসে জাঁকিয়ে বসেছে ‘উরি’। প্রশংসিত হচ্ছে ভিকি কৌশল, পরেশ রাওয়ালের অভিনয়ও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কীভাবে গর্জে উঠেছিল ভারতীয় সেনা, সেই প্রেক্ষাপটেই তৈরি এই ছবি। আর এবার সেনা দিবসে সেই রিয়েল লাইফ নায়কদেরই অনন্য সম্মান জানালেন ছবির নির্মাতারা।
[পাকিস্তানে বিনা বাধায় মুক্তি পেল ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’]
২০১৬-র সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরের উরির সেনা ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার জবাবে সে মাসেই সার্জিক্যাল স্ট্রাইকে পাক অধিকৃত কাশ্মীরকে কাঁপিয়ে দিয়েছিল ভারতীয় সেনা৷ দুর্দান্ত সংলাপ এবং অনবদ্য অভিনয়ের মধ্যে দিয়ে সেই বিষয়টিই বড়পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে৷ ‘টিম লিডার’ মেজর ভিভান সিং শেরগিলের চরিত্রটিতে সাবলীল ভিকি৷ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের চরিত্রে দেখা গিয়েছে পরেশ রাওয়ালকে৷ ইন্টেলিজেন্স অফিসারের ভূমিকায় ছিলেন ইয়ামি গৌতম৷ প্রত্যেকের অভিনয় এবং ছবির বিষয়বস্তু ইতিমধ্যেই রক্ত গরম করেছে দেশবাসীর৷ সাতদিনের মধ্যেই প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে উরি৷ সুশান্ত সিং রাজপুতের ‘কেদারনাথ’-এর পর RSVP প্রোডাকশনের দ্বিতীয় সুপারহিট ছবি হয়ে উঠেছে আদিত্য ধরের ‘উরি’৷ এমন সাফল্যের পরই মঙ্গলবার সেনা দিবসে ভারতীয় জওয়ানদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন ছবির নির্মাতারা৷ এদিন দিল্লিতে সেনা প্যারেডের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম এবং পরিচালক আদিত্য ধর৷ সেখানেই শহিদ ভারতীয় জওয়ানদের স্ত্রীদের জন্য সেনা খাতে এক কোটি টাকা অনুদানের কথা জানান তাঁরা৷
[দেশাত্মবোধকে উসকে দিতে সফল হল কি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’?]
এর আগে সেনাবাহিনীর বিশেষ অফিসারদের ছবিটির ট্রেলার দেখানো হয়েছিল৷ সেখানেও প্রশংসা কুড়িয়ে নেয় উরি৷ অনুপম খেরের বহুচর্চিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেলেও বক্স অফিসে দেশভক্তির জৌলুস ফিকে হয়নি৷ দর্শকদের মনে ভালভাবেই জায়গা করে নিয়েছেন ‘সঞ্জু’ খ্যাত ভিকি কৌশল৷
The post সেনা দিবসে শহিদ পত্নীদের বিশেষ সম্মান জানালেন ‘উরি’ ছবির নির্মাতারা appeared first on Sangbad Pratidin.