সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল যখন হয়েছিল তখন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে আসীন উর্জিত প্যাটেল৷ কিন্তু নতুন ২০০০ টাকার নোট ছাপানোর প্রক্রিয়া যখন শুরু হয়েছিল তখনও গর্ভনর ছিলেন রঘুরাম রাজনই৷ তাহলে নতুন নোটে প্যাটেলের স্বাক্ষরই কেন? কেন নেই রাজনের স্বাক্ষর? এই প্রশ্ন নিয়েই নতুন করে তৈরি হল ধোঁয়াশা৷
পেটিএম, ফ্রিচার্জ তো ব্যবহার করেন, এই ক্ষতিটা খেয়াল করেছেন?
সম্প্রতি এক সর্বভারতীয সংবাদমাধ্যম এ নিয়ে খোঁজখবর শুরু করে৷ তাদের প্রশ্নের ভিত্তিতে যে উত্তর উঠে আসছে তাতেই পুরো বিষয়টি নিয়ে ধন্দ জেগেছে৷ জানা যাচ্ছে, আরবিআই প্রেসগুলি প্রথম পর্যায়ের নোট ছাপার কাজ শুরু করেছিল গত বছরের ২২ আগস্ট থেকে৷ যেদিন উর্জিত প্যাটেলের নাম পরবর্তী গভর্নর হিসেবে ঘোষণা করা হয়, এটা ছিল ঠিক তার পরের দিন৷ কিন্তু সেদিন থেকেই প্যাটেল দায়িত্বভার গ্রহণ করেননি৷ তিনি কাজ শুরু করেছিলেন ওই বছরেরই ৪ সেপ্টেম্বর থেকে৷ এই হিসেবমতো নোটে রাজনেরই স্বাক্ষর থাকার কথা৷ গত ডিসেম্বরে আরবিআই জানিয়েছিল, ২০১৬-এর জুন মাসে নয়া নোট ছাপার অনুমতি মিলেছিল৷ ওই মাসেই প্রেসগুলিকে নতুন নোট ছাপার নির্দেশ দেওয়া হয় বলেও জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্কটি৷ সেই সময় গর্ভনর পদে ছিলেন রঘুরাম রাজনই৷ ফলে নতুন নোটে তাঁর স্বাক্ষর থাকাই বাঞ্ছনীয় ছিল৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমটি এ ব্যাপারে আরবিআই ও অর্থমন্ত্রকের কাছেও তাদের প্রশ্ন রাখে৷ একই প্রশ্ন রাখা হয় প্রাক্তন আরবিআই গর্ভনর রাজনের কাছেও৷ যদিও কোনও তরফেই এ ব্যাপারে কোনও সদুত্তর মেলেনি৷ কেন রাজন থাকতেই সমস্ত নতুন নোটে প্যাটেলের সই থাকল, তা নিয়ে নতুন করে ধন্দ দেখা দিয়েছে৷
ফলের রস কি শুধু ছেলেরা খাবে, ছোট্ট মেয়ের প্রশ্নে নাজেহাল সংস্থা
The post রাজনের আমলে ছাপা ২০০০ টাকার নোটে কেন উর্জিতের সই, উঠছে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.