সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় তারকা সমাগম অব্যাহত। এবার রাহুল গান্ধীর পাশে হাঁটলেন ঊর্মিলা মাতণ্ডকর। তাৎপর্যপূর্ণভাবে ঊর্মিলা একটা সময় কংগ্রেসে (Congress) ছিলেন। কিন্তু দলের স্থানীয় নেতাদের সঙ্গে মতবিরোধের জেরে তিনি কংগ্রেস ছেড়ে শিব সেনায় (Shiv Sena) যোগ দেন।
রাহুলের (Rahul Gandhi) যাত্রা আপাতত জম্মু ও কাশ্মীরে। সেখানেই যাত্রায় যোগ দেন অভিনেত্রী। কংগ্রেসের তরফে ঊর্মিলার ভিডিও টুইট করে বলা হয়েছে, যখন তারারা যোগ দেয়, তখন যাত্রা আরও ঊজ্বল হয়। ঊর্মিলা নিজেও যাত্রার ভিডিও টুইট করেছেন। টুইটে অভিনেত্রী জানিয়েছেন, তিনি ঐক্যের জন্য হাঁটছেন, সৌহার্দের জন্য হাঁটছেন, সাম্যের জন্য হাঁটছেন।”
[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি কর্তব্য পথের শ্রমিকরা, আমন্ত্রণ সেন্ট্রাল ভিস্তার কর্মীদেরও]
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় তারকা সমাগম অবশ্য নতুন কিছু নয়। এর আগেও একাধিক তারকাকে দেখা গিয়েছে রাহুলের পাশে। দিল্লিতে কংগ্রেস সাংসদের সঙ্গে হেঁটেছেন সুপারস্টার কমল নাথ (Kamala Nath)। অভিনেতা হওয়ার পাশাপাশি অবশ্য আরও একটি পরিচয় রয়েছে কমল নাথের। তিনি তামিলনাড়ুর একটি রাজনৈতিক দলের সুপ্রিমোও। তিনি ছাড়া রাহুলের পাশে হেঁটেছেন, অভিনেত্রী পূজা ভাট-স্বরা ভাস্কররা। ভারত জোড়োতে দেখা গিয়েছে অমল পালেকর, রিয়া সেনদেরও (Riya Sen)। সেলেবদের পাশাপাশি কংগ্রেসের যাত্রায় যোগ দিয়েছেন ক্রীড়াবিদ-বুদ্ধিজীবীরাও। রাহুলের পাশে হাঁটতে দেখা গিয়েছে রঘুরাম রাজনকে (Raghuram Rajan)।হেঁটেছেন বিজেন্দর সিং, কাবাডি তারকা অজয় ঠাকুর।
[আরও পড়ুন: গোহত্যা বন্ধ হলেই মিটবে বিশ্বের সব সমস্যা, গুজরাটের আদালতে গরুর স্তুতি বিচারকের]
কংগ্রেসের মরা বাজারে রাহুলের যাত্রায় যেভাবে সেলেব্রিটিদের আনাগোনা দেখা যাচ্ছে সেটা বেশ চমকপ্রদ। কংগ্রেস নেতাদের কেউ কেউ বলেছেন, ভারত জোড়ো যাত্রা যে জনমানসে ভাল সাড়া পেয়েছে, সেটা যাত্রায় সেলিব্রিটিদের উপস্থিতিই প্রমাণ করে। বিজেপি অবশ্য পাত্তা দিতে চাইছে না এই সেলিব্রিটিদের। তাঁদের বক্তব্য, যারা রাহুলের যাত্রায় অংশ নিচ্ছেন, তারা এমনিতেও তথাকথিত দক্ষিণপন্থী নন। কংগ্রেসি মনোভাবাপন্নই।