shono
Advertisement

এবার ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধের ডাক চিনা সেনাকর্তার!

দক্ষিণ চিন সাগরের উপর দিয়ে মার্কিন বিমান উড়তে দেওয়া হবে না! The post এবার ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধের ডাক চিনা সেনাকর্তার! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:36 PM Jan 30, 2017Updated: 11:10 AM Jan 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুমকি চিনা সেনাকর্তার৷ শুধু মুখে নয়, এবার সরাসরি ট্রাম্পের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বেজিং, ইঙ্গিত দিলেন চিনা মিলিটারি কর্তা৷

Advertisement

পিপলস লিবারেশন আর্মির ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে৷ ট্রাম্প প্রশাসন যেভাবে বারবার চিনকে হুমকি দিচ্ছে, তাতে যুদ্ধ অবশ্যসম্ভাবী বলে মত ব্যক্ত করেছেন চিনা সশস্ত্র বাহিনীর এক শীর্ষ কর্তা৷ চিনা প্রতিরক্ষা মন্ত্রকের ওই শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, “নয়া মার্কিন প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এখন আর তত্ত্বে আবদ্ধ নেই, ঘোরতর বাস্তব হয়ে উঠছে৷”

(মার্কিন সেনাকে ৩০ দিনের মধ্যে আইএস নিধনের নির্দেশ ট্রাম্পের)

ওই ওয়েবসাইটের দাবি, চিনা সেনাকে বিতর্কিত দক্ষিণ ও পূর্ব চিন সাগরে নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক৷ একটি নতুন মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হবে দক্ষিণ চিন সাগরে৷ ওয়েবসাইটের সম্পাদকীয়তে ট্রাম্পকে কার্যত হুমকি দিয়ে বলা হয়েছে, “চিনের বিরুদ্ধে নয়া মার্কিন প্রশাসনের কট্টরপন্থী অবস্থান বা চোখরাঙানি সহ্য করবে না বেজিং৷  পাশাপাশি ‘এক চিন’ নীতিকেও গ্রাহ্য করছে না আমেরিকা৷”

চিনের বিরুদ্ধে শুধুই বেআইনি আর্থিক কর্তৃত্বের অভিযোগ তুলে বেজিংয়ের বিরাগভাজন হয়েছেন ট্রাম্প৷ এর পাশাপাশি তাইওয়ানের সঙ্গে আমেরিকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককেও ভাল চোখে দেখছে না চিন৷ তাইওয়ানকে কখনই স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদা দিতে চায় না চিন৷ কিন্তু তাই প্রশাসন ও বাসিন্দারা চিনের কর্তৃত্বও মানতে রাজি নয়৷ এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তাইওয়ানকে সমরাস্ত্র বিক্রি করার প্রতিশ্রুতি দেওয়ায় বেজায় চটেছে বেজিং৷ এখন দক্ষিণ চিন সাগরের উপর দিয়ে কোনও মার্কিন বিমান উড়ে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করতে উদ্যোগী হচ্ছে চিন৷

(ভারত প্রকৃত বন্ধু, ফোন করে মোদিকে বার্তা ট্রাম্পের)

The post এবার ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধের ডাক চিনা সেনাকর্তার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement