সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজোর দিন নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের (Times Square) বিলবোর্ডে ভেসে উঠবেন শ্রী রাম (Lord Ram) ও মন্দিরের থ্রি ডি ছবি। প্রবাসী ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনের এই উদ্যোগের বিরুদ্ধে এবার একজোট হয়েছে মার্কিন মুলুকের একাধিক সংগঠন। অন্তত ২০টি সংগঠন ও বহু বিশিষ্ট ব্যক্তি এর বিরুদ্ধে নিউ ইয়র্কের (New York) মেয়রকে চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, এই ইসলাম বিদ্বেষী বিলবোর্ড প্রদর্শন ভারতীয় মুসলিমদের মানবাধিকারে আঘাত। নিউ ইয়র্কের মতো সর্বধর্ম সমন্বয়ের শহরে কীভাবে এমন ঘৃণা ও ইসলাম বিদ্বেষী প্রদর্শন ও সেলিব্রেশনকে অনুমতি দেওয়া হচ্ছে তাও জানতে চাওয়া হয়েছে মেয়রের কাছে।
কয়েক জন বিশিষ্ট ব্যক্তি চিঠিতে লিখেছেন, “বিজেপির উগ্র হিন্দুত্ববাদ ও জাতীয়তাবাদের বিরুদ্ধে আমরা একজোট। এই দল ভারতে মুসলিম বিদ্বেষ ছড়ায়। সর্বধর্ম সমন্বয়কে মানে না। তাদের মন রাখার জন্য নিউ ইয়র্ক শহরে কীভাবে এই কর্মকাণ্ডকে অনুমতি দেওয়া হচ্ছে?” তাঁরা আরও লিখেছেন, “৪২৫ বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে আর ৩০০০ মানুষের মৃত্যুর বিনিময়ে পাওয়া এই রাম মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠান সম্প্রচার ইসলাম বিদ্বেষী। ওইদিন রাম ও মন্দিরের ছবি প্রদর্শন বন্দে নির্দেশ দিতে হবে।” প্রসঙ্গত, আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার কমিটির প্রধান তথা হিন্দুত্ববাদী নেতা জগদীশ সেহওয়ানি গত বুধবার জানিয়েছেন, আগামী ৫ আগস্ট এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চান প্রবাসী ভারতীয়রাও। ওইদিন রাম মন্দিরের ভূমি পুজোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওইদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হিন্দি ও ইংরাজিতে লেখা জয় শ্রী রাম, রাম ও রাম মন্দিরের থ্রি ডি ছবি এবং প্রধানমন্ত্রীর শিলান্যাসের ছবি ভেসে উঠবে Nasdaq বিলবোর্ডে। ১৭ হাজার স্কোয়্যার ফুটের বিশাল LED স্ক্রিনে ভেসে উঠবে সেইসব ছবি।
[আরও পড়ুন: অবশেষে ফোনে আমন্ত্রণ, ভিডিও কনফারেন্সে রাম মন্দিরের ভূমিপুজো দেখবেন আডবানী-জোশী!]
জগদীশ জানিয়েছেন, শতাব্দীর অন্যতম ঐতিহাসিক অনুষ্ঠান রাম মন্দিরের শিলান্যাস। মানব জীবনে এরকম দুর্লভ ঘটনা বারবার আসে না। তাই রাম মন্দিরের অনুষ্ঠানের ছবি আমরা আইকনিক টাইমস স্কোয়্যারে দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাম মন্দির নির্মাণ বিশ্বের সমস্ত হিন্দুর জন্য এক গর্বের মূহূর্ত। ছ’বছর আগেও এমনটা সম্ভব বলে মনে হত না। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর হওয়ার পর নরেন্দ্র মোদি হিন্দুদের আশা পূরণ করেছেন।
The post রাম মন্দিরের ভূমিপুজো মুসলিম বিদ্বেষী! টাইমস স্কোয়্যারে প্রদর্শন রুখতে নিউ ইয়র্কের মেয়রকে চিঠি appeared first on Sangbad Pratidin.