shono
Advertisement

পাকিস্তানের গায়ে এবার জুড়ল সন্ত্রাসবাদী রাষ্ট্রের তকমা

এজন্য আমেরিকার কাছ থেকে পাকিস্তানের প্রাপ্য সব আর্থিক ও সামরিক সাহায্য বন্ধ রাখা হচ্ছে৷ The post পাকিস্তানের গায়ে এবার জুড়ল সন্ত্রাসবাদী রাষ্ট্রের তকমা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Sep 10, 2016Updated: 11:36 AM Sep 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে ঘুরিয়ে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তকমা দিল মার্কিন সেনেট৷ বৃহস্পতিবার মার্কিন আইনসভায় পাক সরকারের তীব্র সমালোচনা করে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়৷ তাতে পরিষ্কার বলা হয়েছে, সন্ত্রাসবাদী তকমা পাওয়া এবং রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা সব জঙ্গি সংগঠনের কাজকর্ম ও পরিকাঠামোগুলি বন্ধ করতে হবে পাকিস্তানকে৷ পাকিস্তান তা না করলে তাদের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ এজন্য আমেরিকার কাছ থেকে পাকিস্তানের প্রাপ্য সব আর্থিক ও সামরিক সাহায্য বন্ধ রাখা হচ্ছে৷
মার্কিন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সেনেটররা পাকিস্তানকে নজিরবিহীনভাবে অপমানজনক ভাষায় আক্রমণ করেন যা আগে কখনও দেখা যায়নি৷ তাঁরা বলেন, মার্কিন সাহায্য বন্ধ হলে পাকিস্তান সৌদি আরব বা চিনের কাছে ভিক্ষা পাত্র নিয়ে ছোটাছুটি শুরু করবে কিন্তু জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করবে না৷ আবার পাকিস্তানিরা আমেরিকার করদাতাদের দেওয়া অর্থ, মার্কিন সাহায্যে পুষ্ট হচ্ছে৷ এটা আর চলতে দেওয়া যাবে না!

Advertisement

The post পাকিস্তানের গায়ে এবার জুড়ল সন্ত্রাসবাদী রাষ্ট্রের তকমা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement