সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ রাজ্যের নির্বাচনের পরও অব্যাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা। ফের একবার সেই তথ্য উঠে এল মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থার সমীক্ষায়। তাদের সমীক্ষা অনুযায়ী, ১২ রাষ্ট্রপ্রধানকে পিছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে এবারও একনম্বরে নরেন্দ্র মোদি। তাঁর ঝুলিতে ৭৭ শতাংশ জনপ্রিয়তা।
আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্ট বিভিন্ন দেশের প্রধানদের গ্রহণযোগ্যতা নিয়ে সমীক্ষা করে। ৭ দিন অন্তর সমীক্ষা করেন তারা। এবারের সমীক্ষাতেও মোদির মুকুটে নয়া পালক জুড়েছে। এবারের তালিকায় একনম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি (৭৭ শতাংশ), দ্বিতীয় স্থানে মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওবারডার (৬৩ শতাংশ), তৃতীয় স্থানে ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। সাত নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
[আরও পড়ুন: সমাজকে টুকরো টুকরো করে দিতে পারে ‘দ্য কাশ্মীর ফাইলস’! বিস্ফোরক নানা পাটেকর]
যে কোনও দেশের সাবালকদের কাছ থেকে প্রাপ্য তথ্যের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এই সমীক্ষা। আমেরিকার ক্ষেত্রে সমীক্ষার স্যাম্পেলের সাইজ হয় ৪৫ হাজার। অন্যান্য দেশের ক্ষেত্রে এই স্যাম্পেলের সাইজ হয় ৩-৫ হাজার। ভারতের ক্ষেত্রে জনগণের ‘শিক্ষিত’ অংশের সংখ্যার উপর ভিত্তি করে স্যাম্পেল নির্ধারিত হয়েছে। সমীক্ষার তথ্য জোগাড়ের পুরো প্রক্রিয়াই অনলাইন পদ্ধতিতে হয়েছে।
২০২০ সালে মোদির অ্যাপ্রুভাল রেটিং অর্থাৎ তাঁর কাজে মানুষের সমর্থন ছিল ৮৪ শতাংশ। একুশে তা অনেকটাই কমে যায়। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে তা নেমে আসে ৬৩ শতাংশে। পরে যদিও ফের কিছুটা ৭১ শতাংশ সমর্থন পেয়ে ফের শীর্ষস্থানে তিনি।
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর বাইডেনের পাওয়া ৪১ শতাংশ নম্বর তাঁর কাজের প্রতি সমর্থন তলানিতে এসে ঠেকার প্রমাণ দিচ্ছে। গত বছর দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই করা এক সমীক্ষায় যেখানে তিনি ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছিলেন, সেখানে গত বছরই কোভিডে দেশে মৃত্যু সংখ্যা বাড়তে থাকায় কমতে থাকে তাঁর জনপ্রিয়তা। তারই প্রতিফলন সমীক্ষায়।