shono
Advertisement

‘শান্তি প্রতিষ্ঠায় মোদিকে সাহায্য করুন’, পাকিস্তানকে বার্তা আমেরিকার

সন্ত্রাসবাদকে নির্মূল করতে ইমরানকে চিঠি ট্রাম্পের৷
Posted: 05:12 PM Dec 04, 2018Updated: 05:12 PM Dec 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাহায্য করুন৷” ঠিক এই ভাষাতেই পাকিস্তানকে মোদির পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস৷ জানালেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য আফগান তালিবানদের সঙ্গে শীঘ্রই শান্তি বৈঠকের উদ্যোগ নেওয়া প্রয়োজন পাকিস্তানের৷

Advertisement

[২০০৪-এ বিজেপি না হারলে কাশ্মীর সমস্যা মিটে যেত: ইমরান খান]

ভারত-মার্কিন প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে আমেরিকায় গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ৷ সোমবার তাঁকে স্বাগত জানান মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস৷ সাংবাদিকদের মুখোমুখি হয়েই আফগান ইস্যুতে মুখ খোলেন তিনি এবং জানান এই বিষয়ে এগিয়ে আসা উচিত পাকিস্তানের৷ সোমবার ম্যাটিস বলেন, “আফগানিস্তানে দীর্ঘদিন ধরে যে যুদ্ধ চলছে, তা বন্ধ করতে সকলের এগিয়ে আসা উচিত৷ আমি আশা করব সকল দায়িত্ববান রাষ্ট্র একাজে এগিয়ে আসবে এবং ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে৷ রাষ্ট্রসংঘ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কাজ করছেন তাতে সাহায্য করবে পাকিস্তান৷” কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে আমেরিকাকে সাহায্য করছে না পাকিস্তান৷ সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি চিঠিও লেখেন তিনি৷ যেখানে বলা হয়, আফগান তালিবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই বন্ধ করে, শান্তি আলোচনা শুরু করতে ইচ্ছুক আমেরিকা এবং এই কাজে পাকিস্তানের সাহায্যপ্রার্থী তারা৷

[ভারতের ‘উপহার’ ফিরিয়ে দিক মালদ্বীপ, কড়া হুঁশিয়ারি চিনের]

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠান লক্ষ্যে গত নভেম্বরেই প্রথমবারের জন্য আফগান তালিবানদের সঙ্গে বেসরকারি বৈঠকে বসে আমেরিকা, রাশিয়া, ভারত, চিন, ইরান, উজবেকিস্তান, পাকিস্তান৷ রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া সেই বৈঠকে ভারতের তরফ থেকে হাজির ছিলেন কূটনীতিবিদ টিসিএ রাঘবন ও অমর সিং৷ এর আগেই মার্কিন অনুরোধেই আফগান তালিবান নেতা আবদুল ঘানি বারাদরকে মুক্তি দেয় পাকিস্তান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement