সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহে চতুর্থ বার। ফের নিজেদের আকাশসীমা থেকে উড়ন্ত বস্তু গুলি করে নামাল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। কানাডা (Canada) সীমান্তে মিশিগান সংলগ্ন এলাকায় নয়া উড়ন্ত বস্তুটি নামানো হয়েছে। যদিও প্রশাসনের দাবি, এই বস্তুটি গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হয়নি। প্রসঙ্গত, গত সপ্তাহেই মার্কিন আকাশসীমায় চিনা (China) বেলুন দেখা গিয়েছিল। তা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
নতুন এই উড়ন্ত বস্তুটি অষ্টভূজ আকৃতির, সেটি থেকে প্রচুর তার ঝুলতে দেখা গিয়েছে। মাটি থেকে ২০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল এই বস্তুটি। দেখামাত্রই এই বস্তুটি গুলি করে নামানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আধিকারিকদের মতে, সম্ভবত গুপ্তচরবৃত্তি করছিল না এই উড়ন্ত বস্তুটি। তবে আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না মার্কিন প্রশাসন।
[আরও পড়ুন: রোগের ভয় তুচ্ছ করে প্রেমের জোয়ারে HIV পজিটিভ যুগল, সাত পাকে বাঁধা পড়লেন সুনীতা-সৌমিত্র]
প্রসঙ্গত, গত সপ্তাহেই চিনের নজরদারি বেলুন নিয়ে আমেরিকার সঙ্গে বিতর্ক তুঙ্গে ওঠে। যদিও বেজিংয়ের দাবি, মূলত আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেই ওই বেলুন ব্যবহার করা হয়েছে। ভুলবশত নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আমেরিকার আকাশসীমায় ঢুকে পড়েছে। তবে এই দাবি মানতে নারাজ আমেরিকা। তারপর থেকে আমেরিকা ও কানাডা মিলিয়ে আরও তিনটি রহস্যজনক উড়ন্ত বস্তু গুলি করে নামানো হয়।
এহেন পরিস্থিতিতে চিন দাবি করেছে, তাদের আকাশসীমাতেও রহস্যজনক বস্তু দেখা গিয়েছে। সমুদ্রের উপরে ভেসে বেড়ানো এই বস্তুটির বিষয়ে সেভাবে কিছু জানানো হয়নি বেজিংয়ের তরফে। তবে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। খুব তাড়াতাড়িই এই বস্তুটি গুলি করে নামানোরও পরিকল্পনা করছে চিনের প্রশাসন।