সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে নিজের বিদ্যুৎ গতিবেগের জন্যই পরিচিত তিনি। প্রায় একদশকেরও বেশি সময় ধরে রেসিং ট্র্যাকে রাজত্ব করেছেন। আটটি আলিম্পিক পদক (তবে জামাইকান নেস্টা কার্টার ডোপ টেস্টে ধরা পড়ায় দলগত ভাবে জেতা একটি সোনা ফেরাতে হয়েছে) তাঁর ঝুলিতে। কিন্তু দিনের শেষে উসেইন লিও বোল্টও যে একজন মানুষ সেটা প্রমাণ হল লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারের ফাইনালে। যে বোল্টকে বিশ্বের দ্রুততম মানুষ বলা হয়, সেই তিনিই জীবনের শেষ ১০০ মিটার রেস শেষ করলেন তৃতীয় স্থানে থেকে। দুই আমেরিকান অ্যাথলিট জাস্টিন গ্যাটলিন ও ক্রিশ্চিয়ান কোলম্যানের পর রেস শেষ করলেন তিনি। সময় নিলেন ৯.৯৫ সেকেন্ড। এদিকে, প্রথম জাস্টিন রেস শেষ করেন ৯.৯২ সেকেন্ডে। দ্বিতীয় কোলম্যান সময় নেন ৯.৯৪ সেকেন্ড।
আগেই জানিয়েছিলেন বয়স হয়েছে, এবার অবসর নেওয়ার পালা। তাই লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেই শেষবারের মতো দৌড়বেন তিনি। আর সেই মতোই গোটা বিশ্ব তাকিয়ে ছিল লন্ডনের রেস ট্র্যাকের দিকে। আর ভক্তদেরও হতাশ করেননি বোল্ট। প্রথম থেকেই ছিলেন স্ব-মেজাজে। তবে তাল কাটল আসল সময়েই। এর আগে বেশ কয়েকবার গ্যাটলিনকে হারিয়েছেন। কিন্তু শনিবার বোধহয় দিনটা ছিল দু-বার ডোপ টেস্টের জন্য নির্বাসিত হওয়া আমেরিকান অ্যাথলিটেরই। আর তাই ট্র্যাকের সম্রাটকেও এদিন পরাস্ত হতে হল। তবে একটি রেসে যে কখনও একজন চ্যাম্পিয়নের তকমা কেড়ে নেওয়া যায় না, সেটা প্রমাণ করে দিলেন গ্যাটলিনই। রেসের পর বোল্টের সামনে হাঁটুমুড়ে তাঁকে অভিবাদন জানালেন আমেরিকান অ্যাথলিট। যদিও তার আগে ঘটে যায় আরও একটি ঘটনা। গোটা স্টেডিয়ামের দর্শকরাও যেন বোল্টের জয় দেখতেই এসেছিলেন। কিন্তু তিনি না জেতায় গ্যাটলিনের উপরেই যেন গিয়ে পড়ল সব রাগ। জিতেও তাই টিটকিরি শুনতে হল তাঁকে। যদিও এসবে মাথা ঘামাতে নারাজ গ্যাটলিন।
এর আগে বার্লিন, মস্কো, বেজিংয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার পর লন্ডন থেকে ১০০ মিটারের শেষ সোনাটি জিততে চেয়েছিলেন বোল্ট। তবে পারলেন না। রেসের পর উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খুব ভাল লাগছে। কখনও ভাবিনি এরকম সমর্থন পাব। অনেক ধন্যবাদ সবাইকে। তোমরা আমাকে যে উৎসাহ জুগিয়েছ, তাঁর জন্য আমি আপ্লুত। চ্যাম্পিয়ন হতে না পারার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ হারলেও এটাই বোল্টের শেষ রেস নয়। এরপর লন্ডনে ৪x১০০ মিটার রিলে রেসে নামবেন তিনি। সরকারিভাবে ওটাই তাঁর শেষ রেস হতে চলেছে। আশা করা হচ্ছে, ফের একবার স্টেডিয়াম উপচে পড়বে ভিড়। ‘বোল্ট’, ‘বোল্ট’ চিৎকারে মুখরিত হবে চারিদিক। কারণ শেষবার ট্র্যাকে নামবেন সম্রাট। বোল্টের ফ্যানদের আশা, ওই রেসটি জয় দিয়েই শেষ করবেন জামাইকান স্প্রিন্টার। ফের একবার নিজের মতো করে সেলিব্রেট করবেন বোল্ট। এখন দেখার তাঁদের সেই আশা পূরণ হয় কিনা।
[চিনের প্রাচীর গুঁড়িয়ে দিলেন বিজেন্দর]
The post বেলাইন বোল্ট! শেষ ১০০ মিটার রেসে পেলেন তৃতীয় স্থান appeared first on Sangbad Pratidin.